নয়া দিল্লি: এ বছরই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সাক্ষী হতে চলেছে বিশ্ব। তবে এর জন্য আর মাত্র কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না-হলেও আগামী ১৯ নভেম্বর, কার্তিক পূর্ণিমার দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে এই গ্রহণ। যা শতাব্দীর মধ্যে দীর্ঘতম। 


সেদিন  সূর্য (Sun) এবং চাঁদের (Moon)মাঝখানে চলে আসবে পৃথিবী (Earth)। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তেই শুরু হবে গ্রহণ। গ্রহণ চলাকালীন চাঁদের ৯৭ অংশ লাল হয়ে থাকবে বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। যাকে অনেক সময় 'ব্লাড মুন' (Blood Moon)ও বলা হয়ে থাকে। জানা গিয়েছে, ভারতীয় সময় দুপুর দেড়টার পরে গ্রহণ পৌঁছবে সর্বোচ্চ শিখরে। 


প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ভারতের (India) কিছু অংশ দেখা নাও যেতে পারে। যদিও নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের এই গ্রহণ অল্প সময়ের জন্য হলেও ভারতের কিছু অংশ থেকে দেখা যেতে পারে। হিসেব কষে দেখা গিয়েছে, অবস্থান অনুযায়ী উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)এবং অসমের (Assam) পূর্ব দিকের কিছু এলাকা থেকে শরতের শেষ পূর্ণিমার এই চাঁদের গ্রহণ দেখা যাবে। 


আরও পড়ুন, কোভিড ভ্যাকসিন নিয়ে কোটিপতি, মুহূর্তে ৭.৪ কোটি টাকা পেলেন মহিলা


যদিও বিরল এই ঘটনার সবচেয়ে ভাল সাক্ষী হবে উত্তর আমেরিকা (North America)। মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন আমেরিকার পূর্ব উপকূল থেকে রাত ২টো থেকে ৪টের মধ্যে স্পষ্ট দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। এছাড়াও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছে নাসা।


চন্দ্রগ্রহণ: তারিখ এবং সময়- জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৯ নভেম্বর, ২০২১ তারিখে চন্দ্রগ্রহণ ভারতীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে ঘটবে এই গ্রহণ। চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৩৩ মিনিটে।


এটা কি ভারতে দৃশ্যমান হবে?


নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতের বেশিরভাগ অংশে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে অরুণাচল প্রদেশ এবং অসমবাসীরা এই ঘটনার সাক্ষী হতে পারবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলেও দেখা যাবে ১৯ তারিখে।


অনলাইনে কোথায় দেখতে হবে?


পৃথিবীর সব জায়গা থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে কী! দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে এই ইভেন্টের লাইভ স্ট্রিম আপনি ইন্টারনেটেও দেখে নিতে পারেন।


নাসার লাইভ স্ট্রিম দেখতে আপনি এখানে ক্লিক করতে পারেন: https://solarsystem.nasa.gov/resources/2655/whats-up-november-2021/