কলকাতা: আর মাত্র কয়েকদিন পরই মহাশিবরাত্রি (Mahashivratri 2022)। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটা অপেক্ষা করে থাকুন বহু মানুষ। পূরাণ মতে জানা যায়, ফাল্গুন মাসে যে শিবরাত্রি পালন করা হয়, তাকেই মহাশিবরাত্রি বলা হয়। এই বিশেষ দিনে পূর্ণার্থীরা সারা রাত জেগে থেকে উপবাস করে মহাদেবের পুজো করেন। কিন্তু কী কী করলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়? কী জানা যাচ্ছে পূরাণ মতে?


পূরাণ মতে জানা যাচ্ছে, মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য শিবরাত্রির দিন বেশ কিছু নিয়ম কানুন ও উপাচার মেনে চলা খুবই জরুরি। দেখে নেওয়া যাক সেগুলি কী কী-
১. পূরাণ মতে জানা যায়, দেবাদিদেব মহাদেব ভক্তদের কাছ থেকে খুব অল্পেই সন্তুষ্ট হন। তাঁকে বেল পাতা আর গঙ্গাজল দিয়ে পুজো করলেই তিনি খুশি হন। 


২. মহাদেবের পুজো করার জন্য স্নানের পর শুদ্ধ বসন পরিধান করে বা পরিস্কার পোশাক পরে তবেই পুজো করা প্রয়োজন। 


৩. শাস্ত্র মতে জানা যায়, মহাদেবের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য শুধুমাত্র পোশাক পরিস্কার হলেই চলবে না। তার সঙ্গে ভক্তের মনও পরিস্কার থাকতে হবে। কারও প্রতি ঘৃণা থাকা চলবে না। মনে হিংসা, প্রতিহিংসা, লোভ এবং কোনওরকম খারাপ চিন্তা ভাবনা থাকা চলবে না।


৪. শিবরাত্রির দিন আমিষ জাতীয় খাবার খান না পূর্ণার্থীরা। বহু মানুষ সম্পূর্ণ উপবাস থেকে পুজো করেন। পুজো দেওয়ার পরও আমিষ খাবার খাওয়া উচিত নয়। এইদিন শুধুমাত্র নিরামিষ আহারের কথা জানা যায়।


আরও পড়ুন - Health Tips: পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা স্মৃতিশক্তি উন্নত রাখতে সপ্তাহে কতদিন শরীরচর্চা করবেন?


২০২২ সালে মহাশিবরাত্রি পালিত হচ্ছে ১ মার্চ, মঙ্গলবার। বিশ্বাস করা হয় , ভক্তরা মহাশিবরাত্রিতে নিজের মনের থেকে চিত্তে ভগবান শিব ও পার্বতীর আরাধনা করার পাশাপাশি উপবাস পালন করলে, ভগবান শিব এবং পার্বতী তাদের সমস্ত ইচ্ছে পূরণ করেন। এই দিনে মহাশিবরাত্রি উপলক্ষে সারা ভারতবর্ষে জুড়ে নানান জায়গায় মহাসমারোহে সাথে পুজোর আয়োজন করা হয়।  এক নজরে দেখে নিন মহাশিবরাত্রির শুভ সময় । কোন শুভক্ষণে পুজো অর্চনা করলে ভাগ্য শুভ হবে? 


মহাশিবরাত্রির শুভ সময়


মহাশিবরাত্রির সূচনা – ১ মার্চ, ৩.১৬ মিনিট (সকাল)
মহাশিবরাত্রির সমাপ্তি- ২ মার্চ, ১০.০০ (সকাল)


মহাশিবরাত্রির পুজোর শুভ সময়


রাতে আরাধনার সময় – ১ মার্চ, ৬.২২মিনিট (সন্ধ্যা) – ১২.৩৩ মিনিট পর্যন্ত (রাত্রি)
প্রথম প্রহর – ৬.২১ মিনিট থেকে ৯.২৭ মিনিট পর্যন্ত
দ্বিতীয় প্রহর – রাত ৯.২৭ মিনিট থেকে ১২.৩৩ মিনিট পর্যন্ত
তৃতীয় প্রহর- রাত ১২.৩৩ মিনিট থেকে ভোর ৩.৩৯ মিনিট পর্যন্ত
চতুর্থ প্রহর – ২ মার্চ, সকাল ৩.৩৯ মিনিট থেকে সকাল ৬.৪৫ মিনিট পর্যন্ত


মহাশিবরাত্রির দিন ভগবান শঙ্করকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। খেয়াল রাখবেন যেন সারা রাত প্রদীপ জ্বলে। এর পরে ভগবান শিবকে চন্দনের তিলক লাগাবেন। এই নিয়ম মানলেই শুভ যোগের সম্ভাবনা। ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমঃ শিবায় জপ করবেন এই পুজোর সময়।