কলকাতা: মকর সংক্রান্তি (Makar Sankranti)। সারা দেশে নানা নামে পালিত হয় এই উৎসব। কোথাও পোঙ্গল তো কোথাও বিহু কিংবা উত্তরায়ণ। চলতি বছর ১৪ জানুয়ারি নাকি ১৫ জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি (Makar Sankranti 2023), তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও পঞ্জিকা মতে জানা যাচ্ছে, তিথি যেহেতু পরদিন অবধি বিস্তৃত, তাই ১৫ জানুয়ারি সূর্যোদয় কালেই হবে স্নান ও পুজো। কারণ বাঙালির সব পুজো পাঠের তিথিই সূর্যোদয়ের সঙ্গে সংযুক্ত।  এই বিশেষ দিনে বাড়িতে বাড়িতে পিঠে, পুলি, পায়েস তৈরি করা হয়। শাস্ত্র মতে জানা যাচ্ছে, এই দিনে বেশ কিছু কাজ করলে সৌভাগ্য ফেরে। বহু মানুষই মকর সংক্রান্তি উদযাপনের সঠিক নিয়ম জানেন না। এর ফলে করে বসেন নানা ভুলভ্রান্তি। জেনে নেওয়া যাক, এই দিন কোন কাজগুলি করলে সৌভাগ্য ফেরে।


মকর সংক্রান্তিতে যে কাজগুলো অবশ্য়ই করবেন-


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মকর সংক্রান্তিতে সৌভাগ্য ফেরাতে বাড়িতে নিয়ে আসা উচিত নতুন ঝাঁটা। নতুন ঝাড়ু কিনে আনুন এই দিনে।


২. এই দিনে পরিবারের বয়ষ্ক ব্য়ক্তিদের থেকে আশীর্বাদ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের। অভিভাবক, গুরুজন কিংবা বাড়ির বয়ষ্ক ব্যক্তিদের কাছ থেকে আশীর্বাদ নিন। তাঁদের অনুরোধ করুন তাঁরা যেন আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন।


৩. সূর্যদেবতা এবং দেবী গঙ্গার কাছ থেকে এদিন আশীর্বাদ পাওয়া সৌভাগ্যের। বহু মানুষ তাই মকর সংক্রান্তির বিশেষ দিনে গঙ্গায় স্নান করেন। গঙ্গার জলে ডুব দিয়ে দেবী গঙ্গার কাছ থেকে আশীর্বাদ চান।


আরও পড়ুন - Makar Sankranti 2023: পিছু ছাড়বে না দুর্ভাগ্য! মকর সংক্রান্তিতে এই কাজগুলো একেবারেই করবেন না


৪. এই দিনে অন্যকে সাহায্য করা দরকার। যেকোনও কাউকে এই দিনে সাহায্য করুন। 


৫. মকর সংক্রান্তিতে নজর দিতে খাবারের পাতেও। চাল, মুগ ডাল এবং তিল দিয়ে তৈরি খিচুড়ি খান। 


প্রসঙ্গত, মকর সংক্রান্তিতে সূর্য শুধুমাত্র মকর রাশিতে প্রবেশ করবে, তাই এই রাশির উপর এর গভীর প্রভাব পড়বে। সংক্রান্তির দিনে মকর রাশির জাতকেরা বিশেষ সুবিধা পেতে চলেছেন। এই দিনে তাঁরা যে কোনও কাজেই সাফল্য পাবেন। পুরানো কোনও রোগ থেকেও মুক্তি পেতে পারেন। উন্নতির নতুন পথ খুলবে। লাভজনক যাত্রায় যাওয়ারও সম্ভাবনা রয়েছে।


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।