Lipstick Hacks: মেকআপ না করলেও আপনি যদি শুধু একটু ঠিক করে লিপস্টিক পরে নেন, তাহলেই সম্পূর্ণ হয়ে যাবে আপনার সাজ। লিপস্টিক আপনার লুক পারফেক্ট করে। তবে সঠিক ভাবে লিপস্টিক পরতে জানতে হবে। এর জন্য রয়েছে সহজ কয়েকটি টিপস। এগুলি মেনে চললেই কম সময়েই একদম নিখুঁত ভাবে লিপস্টিক পরে নিতে পারবেন আপনি। আর আপনাকে দেখতেও লাগবে সুন্দর। তাহলে চলুন জেনে নেওয়া যাক লিপস্টিক পরার কিছু টিপস, যা আপানার প্রতিদিনের জীবনে অনেক সাহায্য করবে। 

Continues below advertisement

  • লিপস্টিক পরার আগে ঠোঁট ময়শ্চারাইজড করে নেওয়া ভাল। তাই হাল্কা ক্রিম লাগিয়ে নিতে পারেন। 
  • লিপস্টিক যাতে ঠোঁটের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য আগে আউটলাইন এঁকে নিন লিপ পেন্সিল দিয়ে। 
  • যদি মেকআপ হাল্কা রাখেন, তাহলে গাঢ় রঙের লিপস্টিক পরুন। দিনের বেলায় একটু হাল্কা রং পরতে পারলে ভাল। 
  • লিপস্টিক পরার পর তা হাল্কা পাউডার দিয়ে সেট করে নিতে পারেন। 
  • ঠোঁট ফাঁটার কিংবা শুকনো হয়ে যাওয়ার প্রবণতা থাকলে লিকুইড লিপস্টিক ব্যবহার না করাই ভাল। 
  • রুক্ষ-শুষ্ক ঠোঁটের ক্ষেত্রে ক্রেয়ন জাতীয় লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট হাইড্রেটেড, ময়শ্চারাইজড থাকবে। 
  • ন্যুড কালার শেডের লিপস্টিক ব্যবহার করলে লুক দেখতে লাগে একদম অন্য ধরনের। 
  • লিপস্টিক পরার সময় ঠোঁটের বাইরে বেরিয়ে গেলে টিস্যু দিয়ে আলতো হাতে তা মুছে নিতে হবে। 
  • গ্লিটার দেওয়া চকচকে শাইনিং লিপস্টিক ব্যবহার করলে সেই অনুসারেই মেকআপ করতে হবে। 
  • লিপস্টিক তোলার সময় কখনই জোরে ঘষবেন না। এর ফলে ঠোঁট খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে। 

গ্লিটার দেওয়া লিপস্টিক তুলতে অনেক সময় লাগে। আর সব ধরনের মেকআপের সঙ্গে এই লিপস্টিক খাপ খায় না। তাই গ্লিটার লিপস্টিক পরার ব্যাপারে সতর্ক থাকুন। অন্যদিকে, ন্যুড শেডের লিপস্টিকও কিন্তু সব ধরনের ত্বকের রঙের সঙ্গে সহজে খাপ খায় না। তাই ন্যুড শেডের লিপস্টিক পরার ক্ষেত্রেও ভেবেচিন্তে এগোন। সবচেয়ে সহজ হল সাধারণ যে লিপস্টিক কিংবা ক্রেয়ন লিপস্টিক পরে নেওয়া। পরতে একেবারেই সময় লাগে না। আর ক্রেয়ন লিপস্টিক লং-লাস্টিং, অর্থাৎ অনেকক্ষণ ঠোঁটে থাকে এবং আজকাল ওয়াটার প্রুফ, স্মাজ প্রুফ কাজলের মতো লিপস্টিকও পাওয়া যায়। পছন্দসই একটা বেছে নিয়ে সেজে নিন। আপনার লুক থাকবে একদম পারফেক্ট। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Continues below advertisement