Job News: North Western Railway অর্থাৎ উত্তর-পশ্চিম রেল বিভাগে অ্যাপ্রেন্টিস (Apprentice) অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। RRC Jaipur - এর অফিশিয়াল ওয়েবসাইট rrcjaipur.in - এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা। মোট ২১৬২টি শূন্যপদে নিয়োগ করা হবে। ৩ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ২ নভেম্বর পর্যন্ত। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।
কারা আবেদন করতে পারবেন, দেখে নিন
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের অতি অবশ্যই দশম শ্রেণি (under 10+2 examination system) উত্তীর্ণ হতে হবে, এগ্রিগেটে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর (No Rounding off will be done) নিয়ে। ১০+২ পরীক্ষা ব্যবস্থায় দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে, ৫০ শতাংশ নম্বরের ক্ষেত্রে দশমিকের পরে ৫- এর বেশি থাকলে তা রাউন্ড-অফ করে ৫০ শতাংশ ধরা হবে না। একটি অনুমোদপ্রাপ্ত এবং স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। notified trade- এ আবেদনকারীদের National Trade Certificate থাকতে হবে। এই সার্টিফিকেট দেবে National Council for Vocational Training (NCVT) অথবা State Council for Vocational Training(SCVT).
আবেদনকারীদের বয়স কত হতে হবে
আবেদনকারীদের বয়স অন্তত ১৫ বছর হতে হবে। এর কম হলে আবেদন করা যাবে না। আর সবচেয়ে বেশি ২৪ বছর (২ নভেম্বর, ২০২৫ অনুসারে) পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন
যাঁরা আবেদন করবেন, তাঁদের একটি মেধাতালিকা তৈরি করা হবে। এই মেধাতালিকা তৈরি হবে ওই আবেদনকারী দশম শ্রেণিতে কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে। এছাড়াও এখানে যুক্ত হবে আইটিআই- তে প্রাপ্ত নম্বরও। যে ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করতে যাচ্ছেন আবেদনকারী, সেখানে আইটিআই- তে কত নম্বর পেয়েছেন তা গ্রাহ্য করা হবে।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীর জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। বাকিদের দিতে হবে ১০০ টাকা। পেমেন্ট করা যাবে অনলাইনে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং- এইসব পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI