কলকাতা: বড়দিন আসবে আর মাত্র দুটো দিন পরই। বিভিন্ন জায়গায় এখন থেকেই উদযাপন শুরু হয়ে গিয়েছে। বড়দিন মানেই কেক, পিকনিক, একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে খাওয়া দাওয়া এবং অনেক অনেক আনন্দ করা। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই কম বেশি বড়দিন উদযাপন শুরু করে দিয়েছেন। অনেকেই এই সময়ে বেড়াতে যান নানা জায়গায়। ছোটরা চিড়িয়াখানা কিংবা জাদুঘরে বেড়াতে যায় এই সময়ে। তাদের সঙ্গে উৎসব উদযাপনে সঙ্গী হয় বড়রাও। বাড়ি সেজে ওঠে ক্রিসমাস ট্রি থেকে আলো কিংবা উপহারে। বড়দিনে প্রিয়জনদের শুভেচ্ছাবার্তাও পাঠিয়ে থাকেন নিশ্চয়ই? কোন শুভেচ্ছাবার্তা পাঠালে প্রিয়জনের মন ভালো হয়ে যাবে, দেখে নিন একঝলকে।
বড়দিনের শুভেচ্ছাবার্তা-
১. প্রার্থনা করি বড়দিনের আলোয় ভরে উঠুক তোমার হৃদয়। দূর হয়ে যাক সমস্ত অন্ধকার। বড়দিনের আলোর মতোই উজ্জ্বল হোক তোমার জীবন।
২. ঈশ্বরের আলোয় ভরে যাক তোমার জীবন। বড়দিনের প্রাক্কালে শুভেচ্ছা জানাই তোমায় ও তোমার পরিবারকে।
৩. প্রার্থনা করি, উৎসবের এই মরসুমের মতোই আলোকচিত হোক তোমার জীবন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে খুব খুব ভালো থাকো, সুখে থাকো।
আরও পড়ুন - Merry Christmas 2022: কম দামে বড় উপহার, বড়দিনে প্রিয়জনদের উপহার দিন এগুলো
৪. বড়দিন আমাদের জীবনে আসে অনেক শুভকামনা নিয়ে। কেকের সুগন্ধের মতোই মনোরম হোক তোমার জীবন। আনন্দে ভরে উঠুক তোমার পৃথিবী।
৫. বড়দিন শুধুমাত্র একটা দিন উদযাপন নয়। সারাজীবন যেন এভাবেই আনন্দে থাকতে পারো। প্রার্থনা করি ঈশ্বর তোমায় সারাজীবন সুখে রাখুন খুশিতে ভরিয়ে রাখুন। পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে সুখে থাকো।
৬. উৎসবের এই দিনগুলো তুমি এবং তোমার পরিবার কাটাও অত্যন্ত আনন্দের সঙ্গে। আনন্দে ভরে উঠুক তোমার জীবন। প্রার্থনা করি এটাই।
৭. বড়দিনের শুভ মুহূর্ত তোমার জীবনে বারবার ফিরে ফিরে আসুক। সান্তাক্লজ এসে তোমার তোমার জীবন আনন্দে ভরে দিক।
৮. বড়দিনের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা রইল তোমার ও তোমার পরিবারের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো।
৯. মেরি ক্রিসমাস। প্রার্থনা করি আজকের এই বিশেষ দিনে তোমার এবং তোমার পরিবার হাসি খুশি এবং আনন্দে থাকো। তার সঙ্গে নতুন বছরেরও আগাম শুভেচ্ছা।
১০. মেরি ক্রিসমাস। নতুন বছর আসছে। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভ কামনা রইল তোমার জন্য।