Health Issues For Microplastic: হার্ট, মগজ, সব জায়গাতেই নাকি ঢুকে রয়েছে প্লাস্টিক। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানা গিয়েছে। শুধু তাই নয়, হার্টের নানা রোগ, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার পিছনেও এই প্লাস্টিকগুলির অবদান রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি চিনে মাইক্রোপ্লাস্টিক নিয়ে একটি গবেষণা হয়। তাতে দেখা গিয়েছে, রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যে সমস্ত প্রাণঘাতী রোগ হয়, তার মধ্যে অধিকাংশই এই মাইক্রোপ্লাস্টিকের জন্য। হার্ট অ্যাটাক, স্ট্রোক রোগীদের শরীর থেকেই বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন এই প্লাস্টিকের।


রোগের পিছনে মাইক্রোপ্লাস্টিকের ভূমিকা কতটা 


গবেষকরা জানাচ্ছেন, হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, স্ট্রোক ও ডিপ ভেইন থ্রম্বোসিসের মতো রোগগুলি রক্ত জমাট বেঁধে গেলেই হয়। আর এই রক্ত জমাট বাঁধার নেপথ্যে রয়েছে মাইক্রোপ্লাস্টিক। প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই নাকি এটিই মূল দায়ী বলে জানাচ্ছেন গবেষকরা। অর্থাৎ প্রাণঘাতী রোগের বড় কারণ হয়ে উঠছে প্লাস্টিক।


কী বলছেন গবেষকরা ?


আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অঙ্কোলজির অধ্যাপক তাতিয়ানা প্রোওয়েল এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, হার্ট অ্যাটাক ও স্ট্রোক রোগীদের শরীর থেকে যে ব্লাড ক্লট বা জমাট বাঁধা রক্তের নমুনা পাওয়া গিয়েছে,তার মধ্যে ৮০ শতাংশই মাইক্রোপ্লাস্টিক। চিকিৎসক তাতিয়ানার কথায় যা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 


৩০ জন রোগীকে নিয়ে পরীক্ষা


তিরিশ জন রোগীকে নিয়ে এই পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় , শরীরের নিচের অঙ্গগুলিতেও রক্ত জমাট বেঁধেছে একই কারণে। এই রোগকে ডিপ ভেইন থ্রম্বোসিস বলেন বিজ্ঞানীরা। অন্যদিকে সেরিব্রাল আর্টারি অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে ধমনী রয়েছে, তার মধ্যে মিলেছে প্লাস্টিক। এই পদার্থ পাওয়া গিয়েছে, হার্টের ধমনী অর্থাৎ করোনারি আর্টারির মধ্যেও। 


বাড়ছে প্লাস্টিক নিয়ে গবেষণার প্রয়োজন


এই ঘটনার জেরে চিকিৎসকদের দাবি, প্লাস্টিক নিয়ে গবেষণার প্রয়োজন বাড়ছে। আগামী দিনে প্লাস্টিক মানুষ প্রাণঘাতী রোগের বড় কারণ হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। তাই ভবিষ্যতের খতিয়ান জানার জন্য জরুরি আরও বিশদ গবেষণা। তবে প্লাস্টিকের ব্যাপারে সতর্ক না হলে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। সেই বিপদেরই কিছুটা হদিশ মিলল এই গবেষণায়।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Health Tips: বারবার খাবার গরম করেন ? কীভাবে ক'বার গরম করলে কমবে না পুষ্টিগুণ