অসুস্থ মোনালি ঠাকুর। মঙ্গলবার দিনহাটা উৎসবে পারফর্ম করেন তিনি। স্টেজে উঠে শুরুও করেছিলেন অনুষ্ঠান। কিন্তু শো-এর মাঝেই অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মোনালিকে তড়িঘড়ি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ পিতা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছে । সেখানেই আমন্ত্রিত ছিলেন শিল্পী। কোচবিহারে তাঁর জনপ্রিয়তা বেশ । হিন্দি ছবিতে মোনালির একাধিক গান বেশ জনপ্রিয়। তাই শুধুমাত্র মোনালির জন্যই অনুষ্ঠানে এসেছিলেন বহু দর্শক। তিনি মঞ্চে উঠতেই উল্লাসে ফেটে পড়ে জনতা। গান শুরু করেন মোনালি।
এরপর অনুষ্ঠান করতে করতে হঠাৎই অসুস্থতা বোধ করেন তিনি । গান থামিয়ে নেমে যান মঞ্চ থেকে। তৎক্ষণাৎ তাঁকে দিনহাটা থেকে কোচবিহার শহরে নিয়ে আসা হয় । রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। তারপর চিকিৎসকরা ছেড়েও দেন তাঁকে।
জানা গেছে, অনুষ্ঠানের আগে থেকেই মাইগ্রেনের সমস্যা হচ্ছিল তাঁর। অনুষ্ঠানের আগে তার জন্য ডাক্তারেরও ব্যবস্থা করা হয়। তারপর একটু সুস্থ হয়ে তিনি গান করতে ওঠেন । প্রায় ৪৫ মিনিট অনুষ্ঠান করার পর তিনি গান মাঝপথে থামিয়ে মঞ্চ থেকে নেমে যান।
শীতের মরসুম। তাই পরপর চলছে প্রোগ্রাম। সারা ভারতেই অনুষ্ঠান করতে হয় এই সময়ে। আজ মুম্বই , তো কাল দিল্লি। কখনও শহরে, কখনও গ্রামে। তাই অত্যধিক কাজের চাপে ছিলেন তিনি। জানা গিয়েছে পরিবার সূত্রে।
জানা গিয়েছে, এদিন মোনালি অনুষ্ঠানের আগে থেকেই অসুস্থ। কিন্তু অগ্রিম নেওয়া হয়ে গিয়েছিল, এত মানুষের আগ্রহ, তাই অনুষ্ঠান তো হঠাৎ বাতিল করা যায় না ! তাই আপাত ধাতস্থ হয়েই মঞ্চে উঠেছিলেন তিনি। কিন্তু ৪৫ মিনিট গান গাওয়ার পর, আর পারেননি। মঞ্চ থেকে নেমে যান মোনালি।
সারা দেশে পরপর অনুষ্ঠান করছেন তিনি। অতিরিক্ত পরিশ্রম তো আছেই, এছাড়া একেক জায়গায়, একেক রকম আবহাওয়া। তার প্রভাব পড়েই শরীরে। সূত্রের খবর, মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছিল শিল্পীর। বারবার আবহাওয়ার পরিবর্তন, মানসিক চাপ, অতিরিক্ত পরিশ্রম ও জীবনচর্যা সংক্রান্ত কিছু কারণে মাইগ্রেন বাড়ে। মোনালি কি এই কারণেই অসুস্থ হয়ে পড়লেন? শিল্পীর প্রতিক্রিয়া জানা যায়নি।
আরও পড়ুন :