কলকাতা: জন্ম, বড় হয়ে ওঠা, প্রথম শিক্ষা। জন্ম থেকেই জীবনের সব গুরুত্বপূর্ণ মুহূর্তে জড়িয়ে থাকে মা। একটা গোটা দিনে মায়েদের অবদান মাপা যায় না ঠিকই, কিন্তু মায়েদের অবদানকে সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় একটি বিশেষ দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মার্দাস ডে (Mother's Day)। এই বছর ৮ মে পড়েছে মাদার্স ডে।
এই বিশেষ দিনটি নানা ভাবে উদযাপন করা যায়। কীভাবে করবেন? দেখে নেওয়া যাক তারই কয়েকটা উপায়।
দিনভর মায়ের সঙ্গে:
রবিবার ছুটির দিন। সারাবছরই তো নিজের নানা প্ল্যানিং থাকে। এবার দিনটি কাটাতে পারেন মায়ের সঙ্গে। সারাদিন থাকুন, গল্প করুন। একাকীত্ব ছুঁতে পারবে না আপনার মাকে। অনেকের রবিবারও কাজ থাকে। সেক্ষেত্রে ছুটি নেওয়া সম্ভব না হলে, একটু দ্রুত অফিস থেকে ফেরার চেষ্টা করতে পারেন।
হাতে হাতে সাহায্য:
দিনভর নানা কাজে ব্যস্ত থাকেন মায়েরা। এই মাদার্স ডে-তে মায়ের কাজে সাহায্য করা যায়। সেটা ঘর সাফ করা হোক বা বাজার করা। কিংবা যেকোনও গৃহস্থালির কাজে সাহায্য করতে পারেন।
নিজে হাতে রান্না:
ছোট থেকে তো মায়ের হাতে রান্না খেয়েই অভ্যস্ত প্রায় সকলেই। এই দিনটা এই কাজ নিজের হাতে নিতেই পারেন। নিজে হাতেই আজ রান্না করতে পারেন। ভাল লাগবে আপনার মায়ের।
যাওয়া যায় রেস্তরাঁয়:
রান্না না করলে রয়েছে আরও একটি উপায়। এদিনটা মায়ের সঙ্গে কোনও পছন্দের রেস্তরায় লাঞ্চ বা ডিনার করতে পারেন। আগে থেকে টেবিল বুক করে রাখুন।
সারপ্রাইজ:
যে কোনও সারপ্রাইজ দিতে পারেন। অনেকদিন ধরেই আপনাকে কিছু বলে আসছে আপনার মা। সেটা আপনি করছেন না। এই দিনে আপনি সেই কাজটা করে ফেলুন। চমক পেতে ভাল লাগে মায়েদেরও।
খুঁজে আনুন উপহার:
এমন কিছু জিনিস যা আপনার মায়ের খুবই পছন্দ। সেটা যদি আপনি জেনে থাকেন তাহলে তো সমস্যা নেই। না জানলে জেনে নিন। তারপর সেটা কিনে এনে চমকে দিতে পারেন। উপহার পেতে কার না ভাল লাগে। মায়ের থেকে তো ছোট থেকেই অনেক উপহার মেলে। এবার পাল্টা উপহার দেওয়ার পালা।
হাতে বানিয়ে:
কেনা উপহার তো রয়েইছে। কিন্তু হাতে বানানো উপহারের কোনও বিকল্প নেই। কোনও ছবি আঁকতে পারেন। বা কোনও কার্ড তৈরি করতে পারেন। নিজে মাথা খাটিয়ে কয়েক লাইন শুভেচ্ছাবার্তা হলে তো কথাই নেই। হাতে বানানো কার্ড পেলে খুশি হবেন মা।
বিশেষ কিছু:
ছোট থেকেই অনেক কষ্ট করে বড় করে তোলেন মা। তার জন্য নিজের স্বপ্নও বাতিল করতে পিছপা হন না। এমন কোনও স্বপ্ন বা এমন কোনও জিনিস যা হয়তো পছন্দ হলেও এতদিন করেননি আপনার মা। সম্ভব হলে এবার সেটা দিতে পারেন আপনার মাকে। হতে পারে কোনও জামা বা কোনও গয়না অথবা কোনও কিছু শেখার ইচ্ছে। সেটা জেনে থাকলে পূরণ করার চেষ্টা করতেই পারেন।
ঘুরতে যাওয়ার প্ল্যান:
একদিনে ঘোরা হয় না। কিন্তু এদিন সেটা জানাতে তো ক্ষতি নেই। মাদার্স ডে উপলক্ষে একটা ট্যুর উপহার দেওয়া যায়। নিজে ছুটি জোগাড় করে মাকে নিয়ে বেড়াতে যাওয়া যায়। অথবা পরে বেড়ানোর দিন ঠিক হল। কিন্তু এদিন সব কিছু ঠিক করে জানিয়ে চমকে দিতে পারেন আপনার মাকে।
হঠাৎ করে সিনেমা:
মাকে নিয়ে যেতে পারেন কোনও সিনেমা হলে। পছন্দের সিনেমা দেখার পাশাপাশি একসঙ্গে রেস্তরাঁয় খাওয়া-দাওয়াও সেরে ফেলতে পারেন।
আরও পড়ুন: গরমকালে হৃদরোগীদের যে যে নিয়মগুলি অবশ্যই মেনে চলা দরকার