Shri Ramayana Yatra Train: শ্রী রামের ভক্ত হলে আপনার জন্য সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেল। এবার শ্রী রামের মহিমা বুঝতে দেখতে পারবেন তাঁর সঙ্গে যুক্ত ধর্মীয় স্থানগুলি। সম্প্রতি এমনই সুযোগ করে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railway)। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)র উদ্যোগে পরিচালিত হচ্ছে এই ট্রেনযাত্রা।


IRCTC Update: কী এই 'শ্রী রামায়ণ যাত্রা' ট্রেন
রাম জন্মভূমি থেকে শ্রী রামের সঙ্গে যুক্ত ধর্মীয় স্থানগুলিতে ভ্রমণ করবে 'শ্রী রামায়ণ যাত্রা' ট্রেন। রেলওয়ে এই ট্রেনের ভ্রমণের সম্পূর্ণ রুট আগেই ঘোষণা করেছে। সেই সঙ্গে ভ্রমণের ফি সংক্রান্ত তথ্যও দেওয়া হয়েছে। 'শ্রী রামায়ণ যাত্রা' ট্রেন দেশে এই ধরনের প্রথম ট্রেন যা দুই দেশকে জুড়তে চলেছে। ভারত থেকে পড়শি দেশ নেপালেও যাবে এই ট্রেন। ট্রেনে মা সীতার জন্মস্থান জনকপুর যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। জনকপুরে রয়েছে বিশ্বখ্যাত রাম জানকী মন্দির রয়েছে।


Indian Railway: ৮টি রাজ্য ছাড়াও পড়শি দেশে যাবে ট্রেন


ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন 'শ্রী রামায়ণ যাত্রা' ট্রেনটি ৮০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এই যাত্রার সময় ট্রেনটি ভারতের ৮টি রাজ্য ঘুরবে। এর পাশাপাশি এটি ভারতের পাশাপাশি নেপালও ভ্রমণ করবে। ভারতের ৮টি রাজ্যে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে যাবে এই ট্রেন।


Shri Ramayana Yatra Train: কোন-কোন মন্দিরে যাওয়ার সুযোগ


আপনি শ্রী রাম জন্মভূমি মন্দির, হনুমান গড়ি, ভারত হনুমান মন্দির, ভারত কুন্ড ও সার্যু ঘাট, অযোধ্যায় ইউপিতে ট্রেনে যাত্রা করতে পারবেন । পরে নেপালের জনকপুরে শ্রী রাম জানকী মন্দিরে যেতে পারবেন এই ট্রেনের মাধ্যমে। পাশাপাশি বিহারের সীতামারিতে জানকী মন্দির ও পুরাণ ধাম দেখার সুযোগ পাবেন। এর পাশে বক্সারে আপনি রাম রেখা ঘাট, রামেশ্বর নাথ মন্দির, বারাণসীর সংকটমোচন মন্দির, তুলসী মানস মন্দির, ভরদ্বাজ আশ্রম, হনুমান মন্দির , বিশ্বনাথ মন্দির ছাড়াও সেখানে গঙ্গা আরতি দেখার সুযোগ পাবেন।


Shri Ramayana Yatra Train: আরও কী কী থাকছে যাত্রাপথে ?
এখানেই থেমে থাকবে না আপনার দ্রষ্টব্য স্থান। প্রয়াগরাজ সীতামারহি, ভরদ্বাজ আশ্রম, গঙ্গা-যমুনা সঙ্গম ও হনুমান মন্দির দর্শন করতে পারবেন ভক্তরা। পরে সেখান থেকে রামচৌড়া, শ্রীঙ্গী ঋষি আশ্রম ও শ্রিংভারপুরের রামঘাটে যেতে পারবেন। এর পরে ট্রেনটি চিত্রকূট যাবে। যেখানে আপনি সতী অনুসুইয়া মন্দির, গুপ্ত গোদাবরী ও রামঘাট দেখার সুযোগ পাবেন। আপনি হাম্পি অঞ্জনাদ্রি পাহাড় ও বিরূপাক্ষ মন্দির পরিদর্শন করতে পারবেন। এই ট্রেনযাত্রার মাধ্যমেই আপনি রামেশ্বরম রামনাথস্বামী মন্দির ও ধানুশকোডি দেখতে পারবেন। এখানেই শেষ হচ্ছে না 
যাত্রাপথ। ভক্তরা কাঞ্চিপুরম বিষ্ণু কাঞ্চি, শিব কাঞ্চি ও কামাক্ষী আম্মান মন্দির পরিদর্শন করতে পরাবেন এই যাত্রায়। শেষে আপনি ভদ্রাচলমের শ্রী সীতারাম স্বামী মন্দির ও অঞ্জনি স্বামী মন্দির দেখতে পাবেন।


IRCTC Update: কবে শুরু যাত্রা, কত টাকা লাগবে ?


এই পুরো ট্রেনযাত্রায় ৮০০০ কিলোমিটার অতিক্রম করবেন আপনি।২১ জুন দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু হবে। এর পর এই যাত্রা চলবে ১৮ দিন।
এতে যাত্রীরা থার্ড এসিতে ভ্রমণের সুযোগ পাবেন।এই ট্রেনে ৬০০ যাত্রী যাতায়াত করতে পারবেন।ট্রেনে প্যান্ট্রি কার সুবিধাও পাওয়া যাবে।যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রেনে গার্ড মোতায়েন করা হবে।আপনি IRCTC এর অফিশিয়াল ওয়েবসাইটে এই ট্রেনটি বুক করতে পারেন।ভ্রমণের জন্য আপনাকে জনপ্রতি ৬২,৩৭০ টাকা দিতে হবে।


আরও পড়ুন : Government Scheme: মহিলারা পাবেন ২লক্ষ ২০ হাজার টাকা ! প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনার এই বার্তা পেয়েছেন ?