কলকাতা : বাড়ি ফিরে পছন্দের ব্রেকফাস্ট, মুখে কিছু না বললেও অফিস থেকে ফিরে গরম-গরম আদা চা কিংবা মন খারাপ না বললেও মাথায় হাত রাখা। মায়ের কাছ থেকে এই পাওয়াগুলো অনেকেই প্রাপ্য বলেই ধরে নেন। ভুলেই যান একবারও 'থ্যাঙ্ক ইউ ' বলে জড়িয়ে ধরতে। কিন্তু বিশ্ব মাতৃত্ব দিবস-এ (Mother's Day যদি একটু অন্যরকম কিছু করা যেত ! কিছু ভেবেছেন বিশেষ এই দিনে মাকে কীভাবে আদরে ভরিয়ে দেবেন ? শেষ মুহূর্তে  পরিকল্পনা না করে, একটু আগেভাগেই তো ভেবে রাখলে ভাল। সবটাই সুন্দর হয়, নিখুঁত হতে পারে। 



বিছানায় ব্রেকফাস্ট
বিশ্ব মাতৃত্ব দিবস পালিত হবে রবিবার। বেশিরভাগেরই ছুটির দিন। এদিন তো মা-কে সারপ্রাইজ দিতে পারেন পছন্দের ব্রেকফাস্ট পরিবেশন করে। রান্না য় পটু না হলে গুগল করে বের করে নিন রেসিপি। বা মায়ের প্রিয় রান্নার বইগুলির একটি থেকে কিছু তৈরি করুন। মা হেঁশেলে পৌঁছানোর আগেই প্রাতঃরাশ পরিবেশন করে  চমকে দিতে পারেন। 


মা কি সিনেমা-প্রেমী?
আপনার মা যদি সিনেমা দেখতে ভালবাসেন, তাহলে আগে থেকেই কেটে নিন সিনেমার টিকিট। সময় না পেলে করে ফেলুন অনলাইন বুকিং। এই মুহূর্তে কলকাতার সিনেমা হলে হইহই করে চলছে - কিশমিশ, রানওয়ে, মিনি, কেজজিএফ, কলকাতার হ্যারি প্রভৃতি ছবি। আপনার মায়ের পছন্দ অনুসারে বেছে নিন শো ও শো-টাইম। অথবা চাইলে রবিবারের দুপুরে বাড়িতেই তৈরি করে ফেলুন সিনেমা হলের অ্যাম্বিয়ন্স। আর হ্যাঁ, পপকর্ন আনতে ভুলবেন না! চাইলে অনলাইন ডেলিভারি অ্যাপে বুক করে ফেলুন, মুখরোচক খাবার। 


ক্যান্ডেললাইট ডিনার 
সন্ধেয় বাড়ির ডাইনিং-এই আয়োজন করে ফেলতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার।  চাইলে রুফটপ বা বারান্দাতেও আয়োজন করতে পারেন ডিনার।  আলো বন্ধ করুন । মায়ে পছন্দের গান চালান। আর হ্যাঁ, আজকের দিনটা মাকে রান্না করতে দেবেন না। 


মায়ের সঙ্গে কথা 
সারাদিনের ব্যস্ততায় মায়ের সঙ্গে হয়ত কথা বলাই হয়ে ওঠে না। মাও হয়ত অনেক কথা বলতে চান। রাতের বেলা বা দুপুরে মায়ের সঙ্গে সেইসব কথা শেয়ার করুন।  চাইলে অনেক রকম মজার খেলাও আছে যা মায়ের সঙ্গে খেলতে পারেন। মাকে পড়ে শোনাতে পারেন তাঁর পছন্দের কোনও কবিতা বা গল্প। 


পুরানো ছবি 
মায়েরা অনেক সময়ই সন্তানকে নিয়ে কাটানো পুরনো সময়গুলি ফেরত পেতে চান। সন্তানকে ছোটবেলার মতো করে কাছে পেতে চান। তাই হয়ত অবসরে উল্টে দেখেন অ্যালবামের পাতা। সেই ছবির সঙ্গে কিছু নোট লিখে স্ক্র্যাপবুক গিফট করতে পারেন মা-কে।  

অন্য কারও সঙ্গে প্ল্যান নয় ! 
বিশ্ব মাতৃত্ব দিবসটি শুধু মায়ের জন্যই রাখুন। এই ছুটির দিনটি অন্য কারও সঙ্গে নাই বা কাটালেন।