সুকান্ত মুখোপাধ্যায়, দীপক ঘোষ, কলকাতা : কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল এলাকা । কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তিনি  বিজেপি কর্মী ছিলেন।

'খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে'
ঘটনার পরই ধুন্ধুমার বেঁধে যায় এলাকায়। এলাকার বিজেপি কর্মীদের দাবি,  খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। একই দাবি দিলীপে ঘোষেরও। এই পরিস্থিতিতেই শুক্রবার কলকাতায় আসছেন অমিত শাহ। বঙ্গসফরের বিভিন্ন কর্মসূচির মধ্যেই তাঁর কাছে খবর পৌঁছায়। স্বরাষ্ট্রমন্ত্রী শুনে কলকাতায় স্বাগত জানানোর সব কর্মসূচি বাতিল করতে বলেন। বিজেপির অন্দরের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় নেমে যেতে পারেন ঘটনাস্থলেও। শুক্রবার উত্তরবঙ্গ থেকে বেলা সাড়ে ১২ টা নাগাদ শহরে পৌঁছবেন তিনি। 
পরিবারের দাবি,  বিধানসভা ভোটের পর ঘরছাড়া ছিলেন নিহত অর্জুন। ক্রমাগত দেওয়া হচ্ছিল হুমকি, অভিযোগ মৃতের পরিবারের। রহস্যমৃত্যুর তদন্তে নামছে লালবাজারের সায়েন্টিফিক উইং। 

অমিত শাহের প্রতিক্রিয়া
 
বঙ্গ সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কলকাতায় আসার দিনই চিত্‍পুরে মিলেছে বিজেপি যুব মোর্চা নেতার ঝুলন্ত দেহ। বিজেপি সূত্রে খবর, দলের যুব মোর্চা নেতার রহস্যমৃত্যুর খবর জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাঁকে কলকাতায় স্বাগত জানানোর কর্মসূচি যেন বাতিল করা হয়। বিজেপি সূত্রে খবর, সময় হলে চিত্‍পুরেও যেতে পারেন অমিত শাহ। 

আরও পড়ুন -


সফরের দ্বিতীয় দিনে আজ সৌরভের বাড়ি যাবেন অমিত, আর কী কী কর্মসূচি দিনভর


আজ শাহর কর্মসূচি কী 
বঙ্গ সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘায় কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। বেলার দিকে তিনি আসবেন কলকাতায়। নিউটাউনের হোটেলে তাঁর বৈঠক রয়েছে। সন্ধেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাতে যাওয়ার কথা বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। এরপর বিজেপি অফিসে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক সেরে রাতেই ফিরবেন দিল্লি।