নয়া দিল্লি: এমন বেশ কিছু দিন হয় যা অজান্তেই বিরল কিংবা বিশেষ হয়ে ওঠে। ঠিক যেমন আজকের দিনটি। এই দিনগুলিকে বলা হয় প্যালিনড্রোম এবং অ্যাম্বিগ্রাম। প্যালিনড্রোম (ইংরেজি: Palindrome) হল এমন কিছু বিশেষ শব্দ আর সংখ্যা যার আরম্ভ বা শেষ দুদিক থেকেই পড়লে শব্দের উচ্চারণ আর অর্থের কোন বদল হয় না; বা সংখ্যার মান একই থাকে (সংখ্যার ক্ষেত্রে)।
অ্যামবিগ্রাম হল এক ধরনের গ্রাফিক্যাল চিত্র বা লেখা যা একটি শব্দকে শুধুমাত্র এক দিক থেকে বানান করেনা বরং অন্য আরেকটি দিক বা অরিয়েন্টেশন থেকেও একইভাবে বানান করতে পারে। অথ্যাৎ যে শব্দ বা বাক্যকে একদিক থেকে পড়লে যেমন দেখায় উল্টা দিক থেকেও একই রকম দেখায় তাকে অ্যামবিগ্রাম বলে।
এবার আজকের দিনটিকে যদি দেখা যায় তাহলে আজ হল ২২ ফেব্রুয়ারি ২০২২। অর্থাৎ ভেঙে লিখলে হয়- 22.02.2022। আরও সরলীকরণ করলে ২২০২২০২২। আজকের তারিখটি একইসঙ্গে প্যালিনড্রোমিক এবং অ্যাম্বিগ্রামিকও। অনেকে আজকের দিন দেখে বলেছেন আজ Tuesday (মঙ্গলবার) শুধু নয়, আজ TWOsday-ও। ভেবে দেখলে সত্যিই আজ ২-এরই দিন। এমন দিনকে বিরল হিসেবেই দেখা হয়ে থাকে। সংখ্যাতত্ত্বের বিচারে এই দিনটিকে দেবদূত দিন হিসেবে বলা হয়ে থাকে।
তবে "mm-dd-yyyy বিন্যাসে বর্তমান শতাব্দীতে এমন প্যালিনড্রোমিক দিন রয়েছে ৩৬টি। প্রথমটি (1 জানুয়ারি, 2001 থেকে 31 ডিসেম্বর, 3000), দ্বিতীয়টি 2 অক্টোবর, 2001 (10) -02-2001) এবং শেষ দিনটি হবে 22 সেপ্টেম্বর, 2290 (09-22-2290)। অন্যদিকে dd-mm-yyyy বিন্যাসে বর্তমান শতাব্দীতে ২৯টি প্যালিনড্রোম দিন রয়েছে। প্রথমটি ছিল 10 ফেব্রুয়ারী 2001 (10-02-2001) আর এরপর 29 ফেব্রুয়ারি 2092 (29-02-2092) একুশ শতকের শেষ প্যালিনড্রোমিক দিন হবে।