PCOS Problem Symptoms On Skin: পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS, এই সমস্যায় আজকাল প্রচুর মহিলায় ভুগছেন। PCOS- এর সমস্যা থাকলে মহিলাদের শরীরে হরমোনের ক্ষরণে অসামঞ্জস্য দেখা যায়। তার ফলে শরীরের ভারসাম্য কিছুটা হলেও নষ্ট হয়। PCOS- এর সমস্যা থাকলে পিরিয়ডসের সময় তলপেটে যন্ত্রণা কিংবা পিরিয়ডস অনিয়মিত হওয়া, পিরিয়ডসের সাইকেল চেঞ্জ হয়ে যাওয়া, হেভি ফ্লো হওয়া- এইসব সমস্যা দেখা যায়। এছাড়াও PCOS- এর সমস্যা হলে আপনার ত্বকে কিছু উপসর্গ দেখা দেবে। এগুলি দেখে আপনি বুঝতেও পারবেন যে আপনার PCOS- এর সমস্যা রয়েছে। তখন চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। 


PCOS- এর সমস্যা থাকলে ত্বকে কোন কোন উপসর্গ দেখা যায়, বা বলা ভাল ত্বকের কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার PCOS- এর সমস্যা রয়েছে, দেখে নিন সবিস্তারে 



  • PCOS- এর সমস্যায় আপনার ত্বকে অতিরিক্ত চুল এবং লোমের বৃদ্ধি দেখা দিতে পারে। এই সমস্যা অবহেলা করবেন না। PCOS- এর সমস্যা থাকলে মূলত আপনার মুখে, বুকে এবং পিঠের দিকে অতিরিক্ত চুলের বৃদ্ধি দেখা দিতে পারে। 

  • PCOS- এর সমস্যায় আমাদের ত্বকে ছোট ছোট মাংসপিণ্ড তৈরি হতে দেখা যেতে পারে। PCOS- এর সমস্যা থাকলে মূলত বগলের চারপাশে এবং ঘাড়ের কাছে এই ধরনের ছোট ছোট মাংসপিণ্ড দেখতে পাওয়া যায়। এগুলিও এক ধরনের লাম্প। আকার হয়তো খুব বড় নয়। অনেকে আঁচিল ভেবে ভুল করেন। এটা ঠিক আঁচিল নয়। 

  • আপনার ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যেতে পারে PCOS- এর সমস্যা থাকলে। অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যায় PCOS- এর সমস্যায়। অ্যান্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি পেলে ত্বকে সিবাম প্রোডাকশন বেড়ে যায় এবং তার জেরেই ত্বক অত্যন্ত অয়েলি হয়ে যায়। 

  • PCOS- এর কারণে মুখের নীচের দিকে চোয়ালের অংশ বরাবর, থুতনি সংলগ্ন এলাকায় ব্রন বেশি পরিমাণে দেখা দিতে পারে। ত্বক তেলতেলে হয়ে গেলে এমনিতেই ব্রনর প্রবণতা বেড়ে যায়। তবে এক্ষেত্রে গালের তুলনায় থুতনির নীচের দিকের অংশ। চোয়াল বরাবর, গলার উপরের অংশে কিংবা ঠোঁটের চারপাশের অংশে অধিকাংশ ব্রন দেহকা যায়। 

  • PCOS থাকলে আমাদের শরীরে বিভিন্ন হরমোনের মাত্রায় অসামঞ্জস্য দেখা যায়। এর প্রভাবে ক্রমশ পাতলা হতে পারে চুল। PCOS- এর কারণে মাথার সামনের অংশ থেকে চুল পড়তে পারে বেশি। এছাড়াও ত্বকে হঠাৎ করেই একটু বেশি মাত্রায় ব্রন দেখা দেয়। 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।