Cyber Safety Tips: সম্প্রতি ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে নিটের প্রশ্নপত্র। এই ঘটনায় ইতিমধ্যে সিবিআই গ্রেফতারও করেছে একজনকে। মূলত প্রযুক্তির অন্ধকারতম দিককে কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করা হয় ডার্ক ওয়েবে। শুধু নিটের প্রশ্নপত্র নয়, বিভিন্ন ব্যাঙ্কের তথ্য, সোশ্যাল অ্যাকাউন্টের তথ্যও এখানে চড়া দামে নিলাম করা হয়। বিক্রি করা হয় অপরাধজগতের অন্যান্য মাফিয়াদের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্টসহ বর্তমানে আমাদের ফোনে নানারকম অ্যাকাউন্ট থাকে। এই অ্যাকাউন্টের তথ্যের সুরক্ষায় কিছুটা দুর্বল থাকলেই তথ্য ফাঁস হয়ে যেতে পারে (Personal Data Leak On Dark Web)। কিন্তু কীভাবে বুঝবেন আপনার তথ্য ফাঁস হয়ে গিয়েছে ? বিশেষজ্ঞরা এক্ষেত্রে কিছু লক্ষণের কথা জানাচ্ছেন। এই লক্ষণগুলি দেখলে সতর্ক হতে হবে।


ডার্ক ওয়েবে তথ্য ফাঁস হওয়ার লক্ষণ


১. ঘন ঘন অজানা ইমেল, ফোন ও মেসেজ -  এই ঘটনাটি এমনিতেই অনেকের সঙ্গে হয়ে থাকে। কিন্তু ঘন ঘন হচ্ছে কি? রোজই বেশ কয়েকবার এমন ফোন, ইমেল আসছে নানা তথ্য চেয়ে ব্যাঙ্কের ব্যাপারে ? তাহলে বুঝতে হবে ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে আপনার তথ্য। 


২. ব্যাঙ্কের অ্যাপ ব্যবহার করতে পারছেন না - এখন প্রায় প্রত্যেক ব্যাঙ্কেরই মোবাইল অ্যাপ রয়েছে। অনেকেই সেটি ব্যবহার করেন। কিন্তু সেখানে পাসওয়ার্ড দিতেই পারছেন না। আপনাকে ব্লক করা হয়েছে, এমন লেখা শো করছে অ্যাপটি ? এমন হতেই পারে, তাহলে আপনার তথ্য ব্যবহার করে অন্য কেউ ব্যাঙ্কিং অ্যাপ খোলার চেষ্টা করছে। দ্বিতীয় আইডেন্টিটি দেখে ব্যাঙ্ক আপনার অ্যাকসেস লক করে দিয়েছে।


৩. ক্রেডিট বা ডেবিট কার্ডে অচেনা লেনদেন - কার্ড ডুপ্লিকেট করার মাধ্যমে এই ধরনের প্রতারণার শিকার অনেকেই হচ্ছেন। মূল লক্ষ বয়স্ক ব্যক্তিরা। তাই এমন অচেনা লেনদেন হলে সঙ্গে সঙ্গে সতর্ক হন।


৪. আপনার অজ্ঞাতে পাসওয়ার্ড চেঞ্জ বা লগইন - কোনও অ্যাপে আপনার অজ্ঞাতে লগইন করা হয়েছে বা পাসওয়ার্ড পাল্টেদেওয়া হয়েছে। কিছুঅ্যাপ এই সংক্রান্ত নোটিফিকেশন মেল বা মেসেজ পাঠায়। এমন মেসেজ দেখলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। 


তথ্য ফাঁস আটকাতে কী করবেন ?


১. টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন -  বর্তমানে বিভিন্ন অ্যাপই এই ব্যবস্থা করে দিয়েছে। এক্ষেত্রে প্রথম ধাপে আপনি সঠিক পাসওয়ার্ড দিলেও পরের ধাপে আপনাকে আটকে দেবে অ্যাপ। পরের ধাপে ফোনে পাঠানো ওটিপি জমা দিতে হবে। যা অ্যাকাউন্টের সঠিক মালিকই করতে পারবেন। এছাড়ও, অ্যাপটি অন্য কোনও ডিভাইস থেকে আপনিই যে লগইন করছেন তা নিশ্চিত করতে বলতে পারে। অথবা অ্যাপটি থেকে আগে সেভ করে রাখা বিশেষ কোড ব্যবহার করতে হতে পারে। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন প্রতি অ্যাপে গিয়ে চালু করে দিন।


২. ব্যাঙ্কের হেল্পলাইনে যোগাযোগ করুন - ব্যাঙ্কে কোনও অচেনা লেনদেন দেখলে এক মিনিটও সময় নষ্ট নয়। দ্রুত ওদের কাস্টমার কেয়ারে ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করে দিন। ডেবিট কার্ডসহ সব কার্ড লক করে দিন। এর পরের ধাপে একটি দরখাস্ত করে ব্যাঙ্ক ও থানায় দিতে হবে। যত দ্রুত এই কাজ হবে, তত দ্রুত সক্রিয় হবে সাইবার ক্রাইম বিভাগ। আর ততই বেশি সম্ভাবনা লুট যাওয়া টাকা ফেরত পাওয়ার।


আরও পড়ুন - Hina Khan: স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান, কী উপসর্গ এই মারণরোগের? ঠেকানো সম্ভব?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।