Amit Lodha Success Story: নিজের আত্মবিশ্বাসের জোরেই আসে সাফল্য। আত্মবিশ্বাস অটুট থাকলে যে সব বাধা সব অসম্ভবকে সম্ভব করে তোলা যায়, তাঁর প্রকৃষ্ট উদাহরণ আইপিএস অমিত লোধা। সম্প্রতি ওয়েব সিরিজের দুনিয়ায় 'খাকী: দ্য বিহার চ্যাপ্টার' (Khaki: The Bengal Chaptar) সিরিজের দৌলতে অমিত লোধার নাম পরিচিতি পেয়েছে সারা দেশে। এই সিরিজের কাহিনি মূলত তাঁর জীবনকে (Amit Lodha Success Story) অবলম্বন করেই তৈরি হয়েছে। বহু নকশাল দলের বাড়বাড়ন্ত দমন করেছেন তিনি। অথচ সেই অমিত লোধাই একসময় অবসাদে ভুগে আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন। কিন্তু সেই রাস্তা থেকে নিজেকে ফিরিয়ে আনেন অমিত, তারপর আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সাফল্যের দৃষ্টান্ত রেখেছেন অমিত। কেমন ছিল তার জীবনের লড়াই ?


অবসাদ গ্রাস করে অমিতকে


আইআইটি দিল্লিতেই পড়াশোনা করেছেন অমিত লোধা। সেই সময় থেকেই তাঁর পড়াশোনায় অবনতি লক্ষ করা গিয়েছিল। কিন্তু গণিতে তাঁর পারফরম্যান্স ক্রমেই খারাপ হতে শুরু করে। আর সেই কারণে তাঁর বন্ধু-বান্ধবরাও তাঁর থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। বন্ধুত্বের টান ফিকে হয়ে আসে। আর এই ব্যবহারে কঠিন আঘাত পান অমিত লোধা (Amit Lodha Success Story), ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যেতে শুরু করেন অমিত। আর এই কারণে তাঁর পড়াশোনা আরও খারাপ হয়ে যায়। কিন্তু হাল ছেড়ে দেননি তিনি। নিজের আত্মবিশ্বাস বজায় রেখেছিলেন। ভেবেছিলেন তিনি ঠিক একদিন এই কঠিন সময় পেরিয়ে যাবেন। গণিতে 'ই' গ্রেড পেয়েও মনোবল ক্ষুণ্ন হয়নি তাঁর।


ইউপিএসসি জয়


আর এভাবেই অমিত লোধা (Amit Lodha Success Story) এক নজির গড়ে তোলেন। এই গণিতে বাজে ফলাফল করার কারণে নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তাও মাথায় এসেছিল তাঁর। আর তারপর ইউপিএসসি প্রস্তুতি নেওয়ার সময়, সেই গণিতকেই তিনি বিশেষ বিষয় হিসেবে বেছে নেন। আর এবারে ইউপিএসসিতে গণিতে যে তিনি ভাল নম্বর পেলেন তাই নয়, সকলকে চমকে দেওয়ার মত নম্বর পেলেন। তিনি প্রমাণ করলেন, আত্মবিশ্বাস থাকলে জীবনের যে কোনও লড়াই জিতে নেওয়া যায়।


'সুপার কপ' অমিত লোধা


ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস পদে উন্নীত হন অমিত লোধা। বিহারে নিরন্তর চলে আসা খুনোখুনি, অপরাধমূলক কাজ দমনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁকে বিহারে 'সুপার কপ' বলেই ডাকা হয়। ১৯৯৫ সালে পড়াশোনা শেশ করে অমিত লোধা ১৯৯৮ সালে আইপিএস হিসেবে যোগ দেন। ২০০৫ সালে তাঁকে শেখপুরাতে ট্রান্সফার করে দেওয়া হয়। আর সেখানেই মাহাতো গ্যাংকে দমন করেন তিনি। একইসঙ্গে পাণ্ডিত্য এবং সাহসিকতার কারণে বিহারের মাটি থেকে পুরোপুরি অপরাধের নাম-চিহ্ন মুছে ফেলেন তিনি। এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি।


কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তিনি


জয়পুরের সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা করেছেন অমিত লোধা। এখন ভারতের সিনিয়র আইপিএস অফিসারদের মধ্যে তিনি অন্যতম। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি সবসময় একটি সময়সূচি মেনে চলতেন এবং সেই সময়সূচি মেনে চলেই পরীক্ষায় সাফল্য লাভ করেন তিনি।


আরও পড়ুন: SSC MTS 2024: SSC-র মাল্টি টাস্কিং স্টাফের পরীক্ষা দেবেন ? রেজিস্ট্রেশন শুরু- জানুন গুরুত্বপূর্ণ ৫ বিষয়


Education Loan Information:

Calculate Education Loan EMI