নয়াদিল্লি: কোভিডের ধাক্কায় যে কয়েকটা শিল্পের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল, তার মধ্যে অন্যতম পর্যটন শিল্প। ভিনদেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বড়সড় বাধার সৃষ্টি হওয়ায় বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়েছিল পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্ৰ। কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। 


বেশ কিছুদিন ধরেই পর্যটকদের জন্য বিধি শিথিল করা হয়েছে। যদিও একাধিক দেশে পা রাখতে ভারতীয়দের টিকা নেওয়া থাক না না থাক আরটি পিসিআর পরীক্ষা করাতেই হত। এবার সেখানেও বেশ কিছু শিথিলতা। টিকার ২টি ডোজই নেওয়া থাকলে আরটিপিসিআর (rt pcr) পরীক্ষা করাতে লাগবে না ভারতীয়দের। এমনই সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু দেশ। ফলে টিকা সম্পূর্ণ হলেই বাক্স-প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়াই যায়। দেখে নেওয়া যাক,  ঘুরতে যাওয়ার জন্য কোন কোন দেশগুলিতে নজর রাখতে পারেন ভারতীয়রা।


মিশরীয় সভ্যতার ডাক
ইজিপ্ট (egypt)। টিকার জোড়া ডোজ নেওয়া ভারতীয়দের জন্য দরজা খুলেছে এই দেশটি। তবে টিকা হতে হবে কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকার। তাহলেই তাঁদের জন্য লাগবে না আরটি পিসিআর পরীক্ষা। তার বদলে নিজের স্বাস্থ্যের বিষয়ে একটি ফর্ম ভরতে হবে পর্যটকদের। বিদেশে ঘুরতে যাওয়ার জন্য ভারতীয়দের পছন্দের তালিকায় থাকে মিশর। প্রধান আকর্ষণ অবশ্যই পিরামিড। তার সঙ্গেই নীলনদে নৌকাভ্রমণ, ইজিপ্টের বাজার এবং কায়রোর মিউজিয়াম রয়েছে আকর্ষণের তালিকায়। 


মধ্যপ্রাচ্যের স্বাদ
সৌদি আরব, আরব আমিরশাহি ছাড়াও মধ্যপ্রাচের স্বাদ পেতে আরও একটি দেশ থাকতে পারে পর্যটকদের পছন্দের তালিকায়। দেশটি হল বাহরিন (bahrain)। এখানে কোভিড শিথিলতা আরও বেশি। টিকাকরণ নেওয়া হোক বা না হোক, বাহরিনে পা রাখতে লাগবে না আরটিপিসিআর পরীক্ষা। পর্যটকদের জন্য বাহরিনেও রয়েছে একাধিক দর্শনীয় স্থান। রয়েছে আল জায়রা মিউজিয়াম, আন বাহরিন মিউজিয়াম। বাহরিনের নিজস্ব পদ চেখেও দেখতে পারেন পর্যটকরা। মিষ্টি থেকে ঝাল-হরেকরকম পদেরই আয়োজন রয়েছে বাহরিনের ঝোলায়। 


আরব দেশে অ্যাডভেঞ্চার
লেবানন (lebanon)। আরব সভ্যতার আঁচ পেতে পা রাখাই যায় লেবাননে। টিকাকরণ সম্পূর্ণ হলে লেবাননে পা রাখতে প্রয়োজন নেই আরটিপিসিআর পরীক্ষার। তবে একটি শর্ত রয়েছে, লেবাননে ঘুরতে যাওয়ার অন্তত ছয় মাস আগে নিয়ে থাকতে হবে কোভিড টিকার দ্বিতীয় ডোজ। অসাধারণ স্থাপত্য থেকে দারুণ স্বাদের খাবার, সবই রয়েছে লেবাননে। গ্রিকো-রোমান স্থাপত্যের একাধিক মন্দির রয়েছে আরব দেশটিতে। ফিনিশিয় সভ্যতার উৎস লেবানন, ঘুরে দেখা যায় সেই জায়গাও। বাটারা জলপ্রপাতও ( Batara Gorge waterfall) পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। 


কবিতা ও প্রেমের দেশ
১২ ফেব্রুয়ারি থেকে নয়া বিধি চালু করেছে ফ্রান্স (france)। কোভিড টিকাকরণ সম্পূর্ণ হলে প্রয়োজন পড়বে না আরটিপিসিআর পরীক্ষার। আইফেল টাওয়ার থেকে শিন নদী। প্যারিসের আনাচকানাচ থেকে শবর থেকে একটু দূরে ফুলের খেত--ছড়িয়ে রয়েছে নানা আকর্ষণ। হিমালয় তো দেখেছন। ফ্রান্সে ঘুরতে পারেন আলপসেও (French Alps)।       


কামাল আতাতুর্কের দেশ
তুরস্ক (turkey)। কোভিড টিকা নেওয়া থাকলে এখানে পা রাখতেও প্রয়োজন নেই আরটি পিসিআর পরীক্ষার। ঘুরতে যাওয়ার ৭২ ঘণ্টা আগে একটি ফর্ম ভর্তির প্রয়োজন রয়েছে। এশিয়া, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য-সব এলাকায় স্বাদ-গন্ধই রয়েছে তুরস্কের মাটিতে। প্রাকৃতিক সৌন্দর্য থেকে রকমারি খাবার, সবই চেখে দেখতে পারেন পর্যটকরা। পামুক্কালে হ্রদ (pamukkale lake) থেকে প্রাচীন শহর কোনয়া (konya), রয়েছে সবরকম সম্ভার। ক্লান্তি এলে রয়েছে তুরস্কের নিজস্ব ঘরানার স্নানপদ্ধতি হামাম (hamam)।


সুমেরু প্রভার খোঁজে
টিকা নেওয়া থাকলে এবং নরওয়েতে (norway) পা রাখার আগের ৯ মাসের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রয়োজন নেই আরটিপিসিআর পরীক্ষার। সেই সময়সীমা পেরিয়ে গেলে বুস্টার ডোজ নিলেই মিটবে সমস্যা। সুমেরু প্রভা বা নর্দান লাইটস (Northern Lights) দেখতে চাইলে যাওয়া যেতেই পারে নরওয়েতে। স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্যের ছড়াছড়ি রয়েছে। ট্রেকিং, হাইকিংয়ের পাশাপাশি রয়েছে আরও অনেক ঘোরার জায়গা। নরওয়েতে রয়েছে ইউনেস্কো (unesco) ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গেইরানগেরফোর্ড (Geirangerfjord region)।


আরও পড়ুন:  আরও পড়ুন: হিমালয় দর্শনের বাসনা, সঙ্গে পুণ্য অর্জন চান? এবার ভ্রমণ হোক কেদারনাথ