North Bengal Offbeat Trip Poobong: বৃষ্টি কয়েকটা দিন রেহাই দিলেও ফের গরম ফিরতে পারে। কারণ মাসটা তো মে মাস। আগামী জুনের বৃষ্টি না আসা পর্যন্ত গরমের হাত থেকে রেহাই নেই। কিন্তু কিছুদিনের জন্য একটু ঠাণ্ডা দেশে পালিয়ে তো বেড়ানোই যায়। তাই নর্থ বেঙ্গলের একটি অফবিট প্লেস পুবুং বেছে নিতে পারেন গন্তব্য হিসেবে। পুবুং কোথায়,কীভাবে যাবেন, কেমন খরচ হতে পারে, তার হদিস থাকল এই প্রতিবেদনে।
পুবুংয়ের লোকেশন
নিউ জলপাইগুড়ি থেকে ৯০ কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় এই ছোট্ট শহর।লেপচাজগতের দক্ষিণে অবস্থিত এই গ্রাম। চা বাগানের সৌন্দর্য ও মনোরম আবহাওয়া পুবুংয়ের শ্রী বাড়িয়ে দিয়েছে অনেকটাই। গাড়ি করে তিনচার ঘন্টার পথ পেরোলেই পৌঁছানো যায় এই অফবিট প্লেসে।
পুবুংয়ের দর্শনীয় স্থান
উপভোগ্য প্রাকৃতিক শোভা। নর্থ বেঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না। কিন্তু পুবুংয়ের এই সৌন্দর্যের সঙ্গে পাবেন নির্জনতা বিশাল অবকাশ। এখানে চায়ের পাশাপাশি কমলালেবু, ফুলকপি, বাধাকপি, স্কোয়াশ, এলাচ, টোম্যাটো, আলুর চাষ হয়। এই চাষক্ষেতগুলিতেও লুকিয়ে আছে চাষিদের নানা গল্প। দুই কিমি দূূরে ১০০ বছরের পুরনো একটি সেতু রয়েছে। এই সেতু রঙলি রঙলিয়ত ও পুবুংকে জুড়েছে। পুবুং পাহাড় থেকে এক কিমি নিচে নামলে পাবেন কালিঝোরা নদীর উৎসস্থল। নদী, ঝর্না ও পাহাড়ের অভূতপূর্ব পরিবেশে সময় কাটাতে কে না চায়।
পুবুংয়ে থাকার জায়গা
পুবুংয়ে থাকার জন্য বেছে নিতে হবে হোমস্টে। কারণ এখানে সেভাবে দোকানপাট নেই। হোমস্টে সকালের জলখাবার, দুপুর ও রাতের আহার পাবেন। সব মিলিয়ে প্রতি ব্যক্তির খরচ অন্তত পক্ষে ১০০০ টাকা পড়বেই। ১০০০-২০০০ টাকা ধরে রাখা ভাল।
পুবুং যাওয়ার রুট
শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে প্রথমেই পৌঁছে যেতে হবে নিউজলপাইগুড়ি স্টেশনে। সেখানে একটি গাড়ি ভাড়া করে নিতে হবে। ৩-৪ ঘন্টার পথ গাড়িতে করে গেলেই পৌঁছে যাবেন পুবুং।
কতদিনের জন্য যাবেন পুবুং
পুবুংয়ে খুব বেশি দর্শনীয় স্থান নেই। যেমনটা অফবিট ভ্রমণের ক্ষেত্রে হয়ে থাকে আর কী। তাই এখানে ঘুরতে গেলে উইকেন্ড সেরা বিকল্প হতে পারে। শুক্রবার রাতে ট্রেনে চেপে বসুন। শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত উপভোগ করে ফিরে আসুন ট্রেনেই। এতে মন না ভরলে আরেকটা দিন বাড়িয়ে নিতে পারেন ছুটি !
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Migraine Remedies: রাতের ঘুম কাড়ছে মাইগ্রেন ? কী কী খাবার খাবেন ডিনারে