Prickly Heat Problems: গরমের মরশুমে ত্বকে সবচেয়ে বেশি যে সমস্যা লক্ষ্য করা যায় তা হল ঘামাচি (Prickley Heat), র‍্যাশ (Heat Rashes) ইত্যাদি। মূলত অতিরিক্ত তাপমাত্রা, রোদের তেজ, জ্বালাপোড়া আবহাওয়া- এইসবের কারণেই আমাদের ত্বকে এই হিট-র‍্যাশের সমস্যা দেখা যায়। যাঁদের ত্বক তুলনায় সেনসিটিভ, তাঁদের ক্ষেত্রে গরমকালে এই জাতীয় বেশি লক্ষ্য করা যায়। অনেকেই র‍্যাশের জ্বালাভাব, চুলকানি, ঘামাচির ফলে হওয়া অস্বস্তি এড়াতে ত্বকে পাউডার ব্যবহার করে থাকেন। অনেক সময় পরপর কয়েকদিন বেশি মাত্রায় পাউডার ব্যবহার করা হলে আপনার ত্বক কিছুটা রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে। তাই গরমের দিনে হওয়া ঘামাচি, র‍্যাশ এইসব সমস্যা দূর করার জন্য কিছু ঘরোয়া টিপস দিয়েছেন কসমেটোলজিস্ট সায়ন্তন দাস। 


ঘামাচি দূর করার ক্ষেত্রে বরফ খুবই কার্যকরী 


শরীর যে অংশে ঘামাচি দেখা দিয়েছে সেখানে বরফ জল বা বরফের টুকরো আলতো হাতে ঘষে নিতে পারেন। কয়েকদিন এই অভ্যাস বজায় রাখতে পারলে উপকার পাবেন। আর বরফ দেওয়ার ফলে যে জ্বালাভাব কিংবা চুলকানি হয় ঘামাচির ক্ষেত্রে, সেটা কমবে। এক্ষেত্রে বরফের সঙ্গে যদি পুদিনা পাতা দেওয়া যায় তাহলে দ্রুত উপকার পাবেন। ঠান্ডাভাব অনুভূত হবে ঘামাচির অংশে। পুদিনা পাতা জলে ভিজিয়ে রাখতে হবে প্রথমে। তার মধ্যে দিতে হবে বরফ। কিছুক্ষণ পাতা ভিজিয়ে রাখার পর জল থেকে পাতা তুলে নিয়ে ওই জল দিয়ে ঘামাচি হওয়া জায়গা ভালভাবে ধুয়ে নিতে হবে। এর ফলে উপকার পাবেন। তবে ঠান্ডা লাগার ধাত থাকলে বরফ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। 


অতিরিক্ত পাউডার ব্যবহারে বাড়তে পারে ঘামাচি 


গরমকালে অতিরিক্ত ঘাম হয় আমাদের। সেই ঘাম সবসময় ধুয়ে পরিষ্কার করা কিংবা স্নান করা সম্ভব হয় না। অথচ ওই অবস্থায় যদি সাময়িক আরামের জন্য আপনি ঘামাচির অংশে পাউডার দিয়ে দেন তাহলে ত্বকের পোরসগুলির মুখে ঘাম এবং পাউডার জমে গিয়ে সমস্যা আরও বাড়তে পারে। তাই ঘাম ভালভাবে না ধুয়ে অর্থাৎ স্নান না করে যখন তখন ঘামাচির অংশে পাউডার দেওয়া ঠিক নয়। অতএব আগে নিজে পরিষ্কার হয়ে নিন, ঘাম ধুয়ে ফেলুন, তারপর ব্যবহার করুন পাউডার।


অ্যালোভেরা জেল 


ত্বকের জন্য অ্যালোভেরা জেল সবসময়েই খুব উপকারি উপকরণ। যে অংশে ঘামাচি দেখা গিয়েছে সেখানে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এর ফলে উপকার পাবেন। ঘামাচি এবং চুলকানি, দুটো সমস্যাই কমবে। তাছাড়া ওই ঘামাচি হওয়া অংশে জ্বালাভাব কমে ঠান্ডা অনুভূতি পাবেন আপনি। 


গরমের দিনে ত্বকের যাবতীয় ইনফেকশন, অ্যালার্জি এড়াতে চাইলে ভরসা রাখুন ওটমিলে 


গরমের মরশুমে ওটমিল বাথ নিতে পারেন। নাম শুনে অবাক হলেও, এটা খুবই সহজ কাজ। স্নানের জলে ওটসের গুঁড়ো মিশিয়ে নিন। তারপর সেই জল দিয়ে স্নান করুন। এর ফলে ত্বকে স্ক্রাবিংও হয়ে যাবে। তার ফলে ঝরে যাবে ডেড স্কিন সেল বা ত্বকের মরা কোষ। এছাড়াও বিভিন্ন ধরনের ইনফেকশন দূর হবে। 


গরমের মরশুমে স্নানের জলে থাকুক নিমপাতা, কর্পূর এবং লবঙ্গ 


কিছুটা নিমপাতা, সামান্য কর্পূর এবং কয়েকটি লবঙ্গ জলে দিয়ে তা ভালভাবে ফুটিয়ে নিন। এরপর এই মিশ্রণ স্নানের জলে মিশিয়ে তারপর সেই জল দিয়ে স্নান করুন। ঘামাচি দূর হবে অল্প সময়েই। এছাড়াও কোনও হিট-র‍্যাশ হয়ে থাকলে তার থেকেও মুক্তি পাবেন। ত্বকের মধ্যে চুলকানি, জ্বালাভাব দেখা দিলে সেই সমস্যাও কমবে। 


আরও পড়ুন- সারা সপ্তাহের পরিশ্রমের প্রভাব পড়ে আপনার ত্বকেও, সপ্তাহান্তে কীভাবে যত্ন নেবেন ত্বকের? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।