কলকাতা: প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমার দিন রাখি বন্ধন উৎসব পালিত হয়। আজ সারা দেশজুড়ে পালন হচ্ছে রাখিবন্ধন উৎসব। বিশেষ এই দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। সুখ-সমৃদ্ধি কামনা করেই রাখিবন্ধন পালিত হয়। রাখি কথাটি এসেছে 'রক্ষা' থেকে। 


এই বিশেষ দিনে রাখিবন্ধনের বিশেষ কিছু মেসেজ পাঠান। রইল আপনাদের জন্য বাছাই কিছু মেসেজ। 


* তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ রাখি বন্ধন


* বেঁধে হাতে ভালোবাসার বন্ধন এই বন্ধন যেনো থাকে সদা চিরন্তন। রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা


* রঙ বেরঙের সুতোর সমাহার, রাখি বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার


*  রাখির এই পবিত্র দিনে, সুখে থাকুক সবাই। শুভ রাখি পূর্ণিমা!  


* এই শুভ তিথিতে তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ রাখি বন্ধন!  


* ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ রাখি বন্ধন সকলকে!  


* রাখি বন্ধন নয়, শুধু উপহারের বিনিময়, রাখি বন্ধন একসূত্রে বাঁধে ভালোবাসার হৃদয়।  


ভাই বা দাদার রাশিচক্র দেখেও অনেক বোন বা দিদি রাখি পরায়। তাতে ভাই বা দাদার জীবনে সুখ-সমৃদ্ধি আসবে, এই বিশ্বাসে। দুঃখ-কষ্ট থেকেও মুক্তি মিলবে বলে মনে করা হয়। 


*জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আসুক। সর্বদা আনন্দ ঘিরে থাকুক, চারিদিকে। এটাই  প্রার্থনা ভগবানের কাছে।


প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। আজ রাখিবন্ধন। বোনেরা তাদের ভাইয়ের হাতে রঙিন রাখি বেঁধে তাদের ভাইদের সমৃদ্ধি এবং দীর্ঘজীবন কামনা করে। রাখি বন্ধনের দিনে বোনেরা তাদের ভাইদের জন্য আরতি করে। আরতি করার জন্য পুজোর থালায় প্রদীপ থাকা আবশ্যক। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের সাহায্যে খুব সহজেই নিজের ভাই বা বোনকে বার্তা জানান।