কলকাতা: পঞ্জিকা অনুযায়ী, রাখি পালিত হয় প্রত্যেক বছর শ্রাবণ মাসের পূর্ণিমায়। ২০২১ সালে রাখি পূর্ণিমা পালিত হবে ২২ অগাস্ট অর্থাৎ আগামী রবিবার। সাধারণত এই দিনে ভাই বা দাদাদের হাতে বোনেরা রাখি বাঁধে। একইসঙ্গে বোন বা দিদিকে সারা জীবন আগলে রাখার প্রতিশ্রুতি দেয় ভাইয়েরা। এই উৎসব ভাই-বোনের সম্পর্ককে আরও গাঢ় করতে সাহায্য করে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই বছর রাখির দিন দুটো শুভ মুহূর্তের সংযোগ তৈরি হবে। রাখি পূর্ণিমার দিন ধনিষ্ঠা নক্ষত্রের সঙ্গে শোভন যোগের শুভ সংযোগ স্থাপিত হচ্ছে। জ্যোতিষ শাস্ত্রে এই সংযোগকে খুবই শুভ বলে মনে করা হয়। এমনটা মানা হয় যে রাখির দিন এই সংযোগ সৃষ্টি হওয়া মানে ভাই ও বোন দুজনের জন্যই তা শুভ ও ফলপ্রসূ হয়।
রাখি বন্ধনের সঠিক সময়:
পঞ্জিকা অনুযায়ী ২২ অগাস্ট, রাখি পূর্ণিমার দিন সকাল ৬টা ১৫ মিনিট থেকে ১০টা ৩৪ মিনিট পর্যন্ত রাখি পরানোর উপযুক্ত সময়। যদিও ধনিষ্ঠা নক্ষত্রে সংযোগ সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ে রাখি পরানো খুবই শুভ বলে মনে করা হয়।
শুভ সময়: ২২ অগাস্ট ২০২১, রবিবার সকাল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ০৩ মিনিট পর্যন্ত
রাখি পরানোর জন্য দুপুরের ভাল সময়: ১টা ৪৪ মিনিট থেকে বিকেল ৪টে ২৩ মিনিট পর্যন্ত
রাখির থালায় কী কী রাখা উচিত: লাল সুতো, সিঁদুর, প্রদীপ, মিষ্টি, রাশি অনুযায়ী সেই রঙের রাখি
রাখি বাঁধার সঠিক সময়:
শ্রাবণ পূর্ণিমা শুরু হওয়ার সময়: ২১ অগাস্ট ২০২১, সন্ধ্যা ৭টা থেকে।
শ্রাবণ পূর্ণিমা শেষ হওয়ার সময়: ২২ অগাস্ট ২০২১, বিকেল ৫টা ৩১ মিনিট।
রাখি বন্ধন অনুষ্ঠানের সময়: সকাল ৬টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩১ মিনিট পর্যন্ত।
রাখি বন্ধনের জন্য দুপুরের সময়: দুপুরে ১টা ৪২ মিনিট থেকে ৪টা ১৮ মিনিট পর্যন্ত।