নয়াদিল্লি: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। রাখিপূর্ণিমা (Rakhi Purnima) চলে এল বলে। এই দিন নিয়ে উচ্ছ্বাস উত্তেজনা নেহাত কম থাকে না ভাই বোনেদের মধ্যে। খুনসুটি, আদর, শ্রদ্ধা ও আর অনেকখানি ভালবাসা, এই না হলে ভাই বোনের সম্পর্ক! আর এই বিশেষ দিনে ভালবাসা, আবেগ প্রকাশ করার বিশেষ পন্থাও খোঁজেন ভাইবোনেরা। যদিও ভালবাসা বা রক্ষা করার আশ্বাস দেওয়ার জন্য কোনও বস্তুগত উপহারের প্রয়োজন পড়ে না, কিন্তু প্রিয় মানুষকে তাঁর পছন্দের উপহার দিতে কার না ইচ্ছা করে? আর উপহার পেতে ও দিতে সকলেরই মোটামুটি ভাল লাগে। (Raksha Bandhan)


এই রাখিতে ভাই বা বোনকে কী উপহার দেবেন ভাবতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন? কিছু উপায় বলা রইল এখানে। ভেবে দেখতে পারেন। 


১. রাখি গিফট হ্যাম্পার - কী কিনবেন ভেবে পাচ্ছেন না? বা ধরুন একেবারেই সময় নেই হাতে। একসঙ্গে নানা ধরনের জিনিস দিয়ে তৈরি করতে পারেন হ্যাম্পার। তাতে রাখুন ভাই বা বোনের পছন্দ অনুযায়ী চকোলেট, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের রাখিও পাঠাতে পারেন হ্যাম্পারে করেই। সেই সঙ্গে রাখতে পারেন হাতে লেখা চিঠি। খুবই প্রচলিত অথচ মিষ্টি উপহার হতে পারে এটি। 


২. পার্সোনালাইজড গিফট - পার্সোনালাইজড গিফট বলতে ধরুন কুশন বা কাপ বা কফি মাগ বা ফটোফ্রেম দিতে পারেন, যাতে খোদাই করা থাকল একে অপরের নাম। বা রইল কোনও মিষ্টি নোট লেখা। 


৩. গয়না উপহার - ভাই বা দাদারা অনায়াসে সুন্দর সুন্দর গয়না উপহার দিতে পারেন তাঁদের বোন বা দিদিদের। কিনতে পারেন নেকলেস, কানের দুল বা ব্রেসলেট। উল্টোটাও হতে পারে। ভাই বা দাদাকে ব্রেসলেট বা গলার চেন দিতে পারেন। 


৪. চকোলেট বোকে - চকোলেট ভালবাসে না এমন মানুষ খুব কমই আছে। ফলে নানা ধরনের নানা স্বাদের চকোলেট দিয়ে তৈরি করে ফেলতে পারেন উপহারের ডালি। 


৫. হ্যান্ডব্যাগ - বোন বা দিদিদের জন্য সুন্দর দেখতে হ্যান্ডব্যাগ কিনতে পারেন। রোজের জীবনে খুব কাজে লাগবে। দাদা বা ভাইদের জন্য ওয়ালেট কিনতে পারেন। তাদেরও কাজের জিনিস। 


৬. পারফিউম - উপহারের মধ্যে অন্যতম প্রচলিত পারফিউম। ব্র্যান্ডেড পারফিউম দিতে পারেন উপহার হিসেবে। গন্ধ নিয়ে যাদের ঝোঁক বেশি, তাদের নিশ্চয়ই খুব ভাল লাগবে এই উপহার। 


৭. সানগ্লাস - অপর এক অত্যন্ত প্রচলিত উপহার হচ্ছে রোদচশমা বা সানগ্লাস। মুখের সঙ্গে মানানসই আকৃতির সানগ্লাস, নামী ব্র্যান্ডের সানগ্লাস এনে দিতে পারেন ভাই বা বোনকে। 


আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?


৮. মেক আপ প্রোডাক্ট - মহিলারা সাধারণত মেক আপ প্রোডাক্ট পেলে খুবই খুশি হন। লিপস্টিক, ব্লাশ, আইলাইনার, আইশ্যাডো কিনতে পারেন অনেক কিছুই।