মুম্বই: জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে (T20 Squad)অভিষেক হয়েছে আগেই। ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সফরে অভিষেকে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। যার সুবাদে এশিয়া কাপের (Asia Cup 2023) স্কোয়াডেও ঢুকে পড়েছেন। মাত্র ২০ বছর বয়সেই তিলক ভার্মা (Tilak Verma) নিজের পরিণত ব্যাটিংয়ে মন জয় করে নিয়েছেন সবার। তবে এশিয়া কাপ বড় মঞ্চ। এখনও ওয়ান ডে ফর্ম্যাটে অভিষেক না হওয়া তিলকের তাই এত বড় মঞ্চে ৫০ ওভারের ফর্ম্যাটে অভিষেক হোক তরুণ ব্যাটারের, তা চাইছেন না কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)।
এক সাক্ষাৎকারে শ্রীকান্ত বলেন, ''তিলক ভার্মাকে কখনওই এত বড় একটা ইভেন্টে অভিষেকের জন্য বাছা উচিত নয়। টিম ম্য়ানেজমেন্টের উচিত তার আগে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে তিলককে খেলানো। তাঁকে সুযোগ দেওয়া। তিলক নিঃন্দেহে প্রতিভাবান ক্রিকেটার। এশিয়া কাপের মত মঞ্চ ওর জন্য সত্য়িই দারুণ একটা সুযোগ এনে দেবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আমরা দেখেছি তিলককে, কতটা পরিণত ব্যাটিং করে ও। যা ওকে সাহায্য করবে এশিয়া কাপে ভাল পারফর্ম করতে।''
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ফর্ম্য়াটে দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে তিলকের। ২৫টি লিস্ট এ ক্রিকেট ম্যাচে ১২৩৬ রান করেছেন। গড় ৫৬-র ওপরে। গত আইপিএলে দুর্দান্ত খেলেছিলেন তিলক। ১১ ম্যাচে মোট ৩৪৩ রান করেছিলেন। ১৬৪.১১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা তিলক।
টিম ইন্ডিয়ার ইয়ো ইয়ো টেস্ট
আর সপ্তাহখানেকও বাকি নেই, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এ বছরের এশিয়া কাপ। তার আগে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট দল প্রস্তুতি সারছে। এশিয়া কাপের আগে ভারতীয় তারকাদের ফিটনেস পরীক্ষা করতে সেখানেই ইয়ো ইয়ো টেস্টের আয়োজন করা হয়। সেই ইয়ো ইয়ো টেস্টেই বিরাট কোহলি (Virat Kohli) ১৭.২ স্কোর করেন। তিনি নিজেই সে কথা জানান।
সোশ্যাল মিডিয়ায় কোহলি নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, 'ভয়াবহ ইয়ো ইয়ো টেস্ট সম্পূর্ণ করার খুশি। ১৭.২ করে ফেলেছি।' এমনিই বিরাট কোহলিকে মতান্তরে বিশ্বের সবথেকে ফিট ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়। এই ইয়ো ইয়ো টেস্ট পাশ করে তিনি আবারও নিজের ফিটনেস প্রমাণ করে দিলেন। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।