নয়াদিল্লি: টাটা মোটরস (Tata Motors) এদেশের অন্যতম বড় গাড়ি কোম্পানি। দেশের গাড়ি বাজারের একটা বড় অংশ টাটা মোটরস নিয়ন্ত্রণ করে। তবে, শুধুমাত্র পেট্রোল বা ডিজেল চালিত গাড়িই নয়, টাটা মোটরস উৎপাদন করতে শুরু করে দিয়েছে বৈদ্যুতিন গাড়িও। নেক্সন এবং টাইগরের পর এবার তারা বাজারে নিয়ে এসেছে বৈদ্যুতিন টাটা ন্যানো (Tata Nano EV)। 


টাটা মোটরস কোম্পানির পক্ষ থেকে রতন টাটাকে (Ratan Tata) একটি টাটা ন্যানো ইভি (ইলেকট্রিক ভেহিকেল) উপহার হিসেবে দেওয়া হয়েছে। সেই ছবিটিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবিটি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, 'টিম ইলেকট্রা ইভির পক্ষ থেকে যখনই আমরা আমাদের প্রতিষ্ঠাতা শ্রী রতন টাটাকে গাড়িটি উপহার দিই, এবং তিনি যখন একটা টেস্ট ড্রাইভ নেন তখন তা আমাদের কাছে অত্যন্ত খুশির মুহূর্ত হয়ে ওঠে। আমরা অত্যন্ত গর্বিত অনুভব করছি এবং তাঁর প্রশংসা পেয়ে আরও ভালো লাগছে।'


আরও পড়ুন - Skoda Slavia launch: প্রতীক্ষার দিন শেষ, এই দিনে আসছে স্কোডা স্লাভিয়া


টাটা ন্যানো ইভিতেও (Tata Nano EV) একইরকমভাবে চারটি সিট এবং চারটি দরজা থাকছে। রয়েছে অনেকরকম অত্যাধুনিক ডিজাইনও। সুপার পলিমার লিথিয়াম ইয়ন ব্যাটারি ব্যবহার করে শক্তি উৎপাদন করা হচ্ছে। গাড়িটি প্রায় ১৬০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে চলতে সক্ষম। এবং মাত্র ১০ সেকেন্ডেরও কম সময়ে স্থির থেকে ৬০ কিলোমিটার গতিবেগে পৌঁছতে পারে। টাটা মোটরস কর্তৃপক্ষ আশাবাদী যে টাটা ন্যানো ইভি খুব শীঘ্রই এদেশের গাড়ি বাজারে বিপ্লব আনবে।




আগামী দিনে তেলের পরিমাণ কবে যাবে পৃথিবীর বুক থেকে। তাই গাড়ি কোম্পানিগুলো বিশেষ জোর দিচ্ছেন বৈদ্যুতিন গাড়ি তৈরির উপর। টাটা মোটরসই বা পিছিয়ে থাকবে কেন। বিশেষ করে যে ন্যানো গাড়িকে নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই ন্যানো গাড়িই (Tata Nano EV) এবার তেল ছাড়া চলবে বিদ্যুতে।