Raw Garlic On Empty Stomach: অনেক মশলাই আমরা কাঁচা (Raw Garlic) খেয়ে থাকি। মূলত এগুলি থেকে প্রচুর পুষ্টি পাওয়া যায়। এর পাশাপাশি দূর হয় বিভিন্ন শারীরিক সমস্যা। তেমনই একটি উপকরণ রসুন (Garlic Eating SIde Effects)। কাঁচা রসুন খালি পেটে ভালভাবে চিবিয়ে খেলে কী কী উপকার পাবেন জেনে নিন। অনেকেরই অভ্যাস রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দু-তিন কোয়া রসুন চিবিয়ে খাওয়ার। এই অভ্যাস সত্যিই আমাদের স্বাস্থ্য ভাল রাখে। দূর করে একাধিক রোগ। তবে বেশি পরিমাণ খেয়ে ফেললে শরীরে সমস্যাও দেখা দিতে পারে। 


খালি পেটে রসুন চিবিয়ে খেলে কী কী উপকার পাবেন জেনে নিন 



  • প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং সালফার জাতীয় উপকরণ রয়েছে রসুনের মধ্যে। আর তাই খালি পেটে রসুনের কোয়া চিবিয়ে খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সহজে সংক্রমণ হবে না আপনার। রোগ-ব্যাধি থেকে দূরে থাকবেন আপনি। 

  • অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ প্রচুর পরিমাণে রয়েছে রসুনের মধ্যে। তার ফলে শরীরের প্রদাহজনিত সমস্যা কমায় রসুন। ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রসুন। অর্থাৎ সার্বিকভাবে আপনি সুস্থ থাকবেন। 

  • খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস থাকলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে। খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস থাকলে বদহজমের সমস্যা দূর হবে। ভাল থাকবে অন্ত্র। দেখা দেবে না অ্যাসিডিটির সমস্যা। হার্ট অ্যাটাক, স্ট্রোক, গ্যাস, পেট ফেঁপে যাওয়া এইসব সমস্যা দেখা যাবে না। 

  • রসুন আমাদের বডি ডিটক্সিফিকেশনেও সাহায্য করে। তার পাশাপাশি ভাল রাখে লিভারের স্বাস্থ্য। শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বেরিয়ে গেলে আমরা সুস্থ থাকবে। তাই সকালে খালি পেটে রসুন খেতে পারেন। 


তবে কাঁচা রসুন খালি পেটে খেলে বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারে 



  • কাঁচা রসুন খেলে মুখে গন্ধ হতে পারে। এমনকি আমাদের শরীরেও গন্ধ হতে পারে। 

  • কাঁচা রসুন শরীর গরম করে দেয়। তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

  • কাঁচা রসুন খালি পেটে খেলে পেটের সমস্যা হতে পারে। ডায়েরিয়া পর্যন্ত হতে পারে। 

  • গা-গোলানো, বমি ভাব, অস্বস্তি অনুভূত হতে পারে কাঁচা রসুন খেলে। 


আরও পড়ুন- সময় পেলেই ফোন ঘাঁটেন, ঘুমোতে গেলেও সঙ্গী সেই ফোনই, কীভাবে খারাপ হবে শরীর-স্বাস্থ্য? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।