কলকাতা: দেখতে দেখতে ৭৫তম বছরে পদার্পণ করল ভারতের প্রজাতন্ত্র। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে তাই বিশেষ আয়োজন হয়েছে। প্রজাতন্ত্র দিবসের সকালে নয়া দিল্লির কর্তব্যপথে আয়োজিত হবে বিশাল বর্ণাঢ্য প্যারেড। দেশের গুরুত্বপূর্ণ সেনাবাহিনী অংশ নেবে তাতে। এর পাশাপাশি দেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রদর্শনীও হবে কর্তব্যপথে। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই ট্যাবলোগুলি অংশ নেবে ৭৫তম প্রজাতন্ত্র দিবসে। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের জন্য ‘বিকশিত ভারত’ ও ‘ভারত - লোকতন্ত্রের মাতৃকা’ থিম দুটি বেছে নেওয়া হয়েছে। সেই সুর ধরেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বাছাই করা ট্যাবলো থাকছে ২৬ জানুয়ারির কর্তব্যপথে।
১. অরুণাচল প্রদেশ: ‘বিকশিত ভারত’ থিমের সুর ধরে অরুণাচল প্রদেশ থেকে এসেছে বিশেষ ট্যাবলো। অংশগ্রহণ করেছে বুগুন কমিউনিটি রিজার্ভ।
২. হরিয়ানা: ‘আমার পরিবার আমার পরিচয়’। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে এই ভাবনা থেকেই ট্যাবলোর আয়োজন করেছে দিল্লির পড়শি রাজ্য।
৩. মণিপুর: উত্তেজিত মণিপুর থেকেও আসছে বিশেষ ট্যাবলো। থিম থাম্বাল জি লাংলা - পদ্মের বিশেষ কারুকাজ ফুটিয়ে তুলবে ট্যাবলো।
৪. মধ্যপ্রদেশ: স্বনির্ভর মহিলাদের জয়গাথা তুলে ধরবে মধ্যপ্রদেশের ট্যাবলো। থাকছে ‘বিকশিত ভারত’ থিমের সুর।
৫. ওড়িশা: ‘বিকশিত ভারত’ থিমের সুরেই ওড়িশার ট্যাবলো যোগ দেবে কর্তব্যপথের আয়োজনে। নারীশক্তির তাদের আমোজনের মূলে।
৬. ছত্তিশগড়: স্থানীয় আদিবাসী সংস্কৃতির দৃশ্য দেখা যাবে কর্তব্যপথে। ‘বস্তার মুরিয়া দরবারের আদিম জনসংসদ’কে তুলে ধরবে ছত্তিশগড়ের ট্যাবলো।
৭. রাজস্থান: রাজস্থানের আইকনিক টিউন ‘পাধারো মারে দেশ’ থাকছে এইবারের ট্যাবলো ভাবনায়। মূল সুর ‘বিকশিত ভারত’।
৮. মহারাষ্ট্র: ছত্রপতি শিবাজি মহারাজকে ফুটিয়ে তোলা হবে এই ট্যাবলোয়। ভারতের প্রজাতন্ত্রকেই গুরুত্ব দিচ্ছে মহারাষ্ট্র।
৯. অন্ধ্রপ্রদেশ: স্কুলস্তরের শিক্ষাকে এবারের থিম করেছে অন্ধ্রপ্রদেশ। কীভাবে পড়ুয়াদের বিশ্বমানের করে তোলা হচ্ছে - তাই তুলে ধরা হবে ট্যাবলোতে।
১০. লাদাখ: লাদাখের মহিলাদের স্বনির্ভর হয়ে ওঠার কাহিনি বলবে এই ট্যাবলো।
১১. তামিলনাডু: প্রজাতান্ত্রিক কাঠামোর জননী কুদাভোলাই ব্যবস্থা। প্রাচীন তামিলনাডুর সেই সংস্কৃতিকে দেখা যাবে ২৬ জানুয়ারির কর্তব্যপথে।
১২. গুজরাট: গুজরাটের সীমান্ত এলাকার পর্যটন ধোরদোকে ফুটিয়ে তোলা হবে এই ট্যাবলোতে।
১৩. মেঘালয়: মেঘালয়ের ক্রমবর্ধমান পর্যটনশিল্প ফুটে উঠবে এবারের ট্যাবলোতে।
১৪. ঝাড়খণ্ড: তসর সিল্কের সমৃদ্ধ শিল্পকে তাদের ট্যাবলোয় ফুটিয়ে তুলবে ঝাড়খণ্ড।
১৫. উত্তরপ্রদেশ: অযোধ্যার সমৃদ্ধ ভিরাসতকে ফুটিয়ে তুলবে উত্তরপ্রদেশের ট্যাবলো।
১৬. তেলেঙ্গানা: তেলেঙ্গানার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কাহিনী বলবে এবারের বিশেষ ট্যাবলো।
সব ছবি সৌজন্য: পিটিআই
আরও পড়ুন: Republic Day 2024: রাত পোহালেই ৭৫তম প্রজাতন্ত্র দিবস ! স্বাধীনতার ৩ বছর পর কেন এই দিনটির উদযাপন শুরু