কলকাতা: ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছিল। তবে তখনও দেশ গণতান্ত্রিক সার্বভৌম দেশের মর্যাদা পায়নি। এর পর লেগেছিল আরও তিনটে বছর। ভারতের সংবিধান তৈরি হতে এই সময় লাগে। ১৯৫০ সালে অবশেষে তা সম্পন্ন হয়। এই বছরের গোড়াতেই ২৬ জানুয়ারি ভারতকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। আর সেই দিনটিই পালিত হয় একটি বিশেষ দিবস হিসেবে। ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের শুরু সেদিন থেকেই। স্বাধীনতা দিবসের পাশাপাশি এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ওই দিনই ভারত ভূখণ্ড একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় পায়। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের ৭৫তম বর্ষপূর্তি শুরু হল।


কীভাবে শুরু প্রজাতন্ত্র দিবস


প্রজাতন্ত্র দিবসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান। এই সংবিধান কমিটির প্রথম বৈঠক বসে ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর। এর পর ১৯৪৭ সালে ১৫ অগস্ট দেশ স্বাধীন হয়। সংবিধান কমিটির শেষ বৈঠকটি ১৯৪৯ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডাঃ বিআর আম্বেদকর। ২৬ ডিসেম্বরের ওই বৈঠকের ঠিক এক মাসের মাথায় ভারতের সংবিধান স্বীকৃতি পায়। সেদিনটি ২৬ জানুয়ারি। এই দিন থেকেই পালন শুরু প্রজাতন্ত্র দিবস। 


জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ দাবি


এই দিনটি স্বাধীনতার আগেই ছিল অন্য একটি বিশেষ দিন। তৎকালীন ভারতের প্রধান দল জাতীয় কংগ্রেস এই দিনেই ব্রিটিশ সরকারের কাছে পূর্ণ স্বরাজ দাবি করে। সেই সালটা ছিল ১৯৩০ সাল। তার ২০ বছর পর এই দিনটিই প্রজাতন্ত্র দিবসের মর্যাদা পায়। 


২০২৪-এ কীভাবে প্রজাতন্ত্র দিবস পালন ?


প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর উপলক্ষে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের পালনে বিশেষ আকর্ষণ থাকতে পারে। এই দিন রাষ্ট্রপতির পতাকা উত্তোলনের পাশাপাশি সেনাদের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়াও, বীর সৈনিকদের হাতে পরমবীর চক্র, অশোক চক্র, ও বীর চক্র তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


প্রজাতন্ত্র দিবস ২০২৪-এর প্যারেড থিম


২০২৪ সালে দুটি বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। এর মধ্যে একটি ‘বিকশিত ভারত’, অন্যটি ‘ভারত - লোকতন্ত্রের মাতৃকা’। সকাল সাড়ে ১০টা নাগাদ নয়া দিল্লির কর্তব্যপথে এই প্যারেড শুরু হবে। আনুমানিক দেড় ঘন্টা ধরে চলবে এই অনুষ্ঠান। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।


আরও পড়ুন - Real vs Fake Paneer: ভেজাল পনির কিনে ঠকার দিন শেষ ! ৫ টিপস মনে রাখলেই খাঁটির স্বাদ পাবেন