নয়াদিল্লি: ছোট থেকে বড়। একটা বড় সংখ্যক মানুষের পছন্দের খাবার ম্যাগি (Maggi)। চটজলদি তৈরি হয়ে যায়। পেটও ভরে। আবার মুখরোচকও। কতরকমভাবে ম্যাগি তৈরি করা যায়। মশলা দিয়ে। সব্জি দিয়ে। স্যুপ বেশি। স্যুপ কম। যে যার পছন্দ মতো কায়দায় ম্যাগি তৈরি করে নেন। কিন্তু নেট দুনিয়ার দৌলতে অদ্ভূত সমস্ত কায়দার খাবারের ভিডিও দেখা যাচ্ছে। কখনও ম্যাগি লাড্ডু তো কখনও চকোলেট ম্যাগি কিংবা ফ্যান্টা ম্যাগি। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে রুহ আফজা ম্যাগির ভিডিও। 


আরও পড়ুন - Maggi Milkshake Viral: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ম্যাগি মিল্কশেক, চেখে দেখবেন নাকি একবার?


সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ফুড ব্লগার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ম্যাগি তৈরি করার পর তাতে চিনি দেওয়া গোলাপের সিরাপ মেশানো হচ্ছে সস হিসেবে। ভিডিওটি শুরু হচ্ছে এভাবেই। শেষ হচ্ছে যিনি খাচ্ছেন তাঁর প্রতিক্রিয়া দিয়ে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই রুহ আফজা ম্যাগির এই ভিডিও চার মিলিয়নেরও বেশি ভিউ ছাড়িয়েছে। সঙ্গে একশো সতেরো লাইক এবং বহু কমেন্ট। বহু নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'দয়া করে ম্যাগিকে একা ছেড়ে দিন। এ সব কী হচ্ছে!' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'আমি ভেবেছিলাম চকোলেট ম্যাগিই সবথেকে জঘন্য। কিন্তু এ তো দেখছি তার থেকেও বেশি খারাপ। এই বছরটা একটু শান্তিতে থাকতে দিন দয়া করে।'




প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল পিৎজা কোন। আইসক্রিম কোনের মতো আকারে পিৎজার ময়দা দিয়ে তৈরি হচ্ছিল পিৎজা কোন।
এর আগে বেশ কিছু ম্যাগির অদ্ভূত ভিডিও দেখে ফেলেছেন নেট নাগরিকরা। কখনও ম্যাগি কোন। কখনও ম্যাগি ক্ষীর কিংবা লাড্ডু। আবার কখনও ম্যাগি মিল্কশেক। খেতে যতই খারাপ হোক না কেন, অদ্ভূত এই সমস্ত খাবারের ভিডিও কিন্তু হিট সোশ্যাল মিডিয়ায়।


আরও পড়ুন - maagi stall at wedding: বিয়েতে ম্যাগি স্টল দিলেন এই দম্পতি, সঙ্গে সঙ্গে হিট