নয়াদিল্লি: আজ ৭ ফেব্রুয়ারি। অর্থাৎ রোম্যান্টিক 'ভ্যালেন্টাইন সপ্তাহ' (Valentine's Week) শুরু। ভালবাসার উৎসবের আজ প্রথম দিন। ৭ ফেব্রুয়ারি যে 'রোজ ডে' (Rose Day) বা গোলাপ দিবস তা এতদিনে সকলের জানা।


প্রিয়জনের জন্য পছন্দ করে গোলাপ কিনেও ফেলেছেন নিশ্চয়ই। কিন্তু শুধুই কি গোলাপ দেবেন? সঙ্গে হাতে লেখা দু-চার লাইনের কবিতা থাকবে না? তবে যদি নিজে লেখার অভ্যেস না থাকে, তাহলে সাহায্য় নিতে পারেন এখান থেকে। রইল প্রিয়জনের জন্য 'রোজ ডে' বিশেষ কিছু বার্তা...


১. ভালবাসার জন্য একটি লাল গোলাপ এবং বন্ধুত্বের জন্য একটি হলুদ গোলাপ রইল তাঁর জন্য যাঁর মধ্যে আমি আমার প্রেমিক এবং বন্ধু উভয়েই পাই।


২. কাঁটা ভরা পৃথিবীতে তুমি আমার গোলাপ। হ্যাপি রোজ ডে!


৩. ক্যান্ডির চেয়ে মিষ্টি, লাল গোলাপের চেয়েও সুন্দর, নরম খেলনার চেয়ে বেশি তুলতুলে, প্রিয়তমা তোমাকে এমন একটি রোজ ডের শুভেচ্ছা জানাই যা তোমার মতোই বিশেষ... শুভ গোলাপ দিবস!


৪. আমার জীবনে এসে তুমি একে সদ্য ফোটা লাল গোলাপের মতো সুন্দর করেছ। শুভ গোলাপ দিবস।


৫. এই বিশেষ দিনে, আমি তোমাকে জানতে চাই যে তুমিই একমাত্র যাঁকে আমি গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। শুভ গোলাপ দিবস প্রিয়তমা।


৬. আমি যখন তোমার উপস্থিতিতে থাকি তখন নিজেকে গোলাপের মতো সুন্দর এবং প্রাণবন্ত অনুভব করি। শুভ গোলাপ দিবস!


৭. মহান দম্পতি তারাই যারা সম্পর্কের ইতিবাচক এবং নেতিবাচক দুইই গ্রহণ করে, যেমন সুন্দর গোলাপ কাঁটা এবং পাপড়ি দুটোই গ্রহণ করে।


৮. গোলাপ লাল, অপরাজিতা নীল, আমি যখন তোমার সঙ্গে থাকি তখন আমি সবচেয়ে খুশি!


৯. গোলাপ নিঃশব্দে প্রেমের কথা বলে, কেবল হৃদয়ের পরিচিত ভাষায়।


১০. এই গোলাপ বিলীন হতে পারে কিন্তু তোমার জন্য আমার ভালবাসা চিরকাল অক্ষত থাকবে! শুভ গোলাপ দিবস, ভালবাসা!


সকলকে 'রোজ ডে'র শুভেচ্ছা (Happy Rose Day to all)।


আরও পড়ুন: Valentine Week 2022 : ভ্যালেন্টাইন্স সপ্তাহের ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন 'ডে' জানা আছে তো?