নয়াদিল্লি: উপসর্গ দেখেই রোগ নির্ধারণ সম্ভব হয়। অটিজ়মের ক্ষেত্রেও কিছু লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান বা কাছের কেউ অটিজ়মে আক্রান্ত বলে অনেক সময় বুঝতেি পারি না আমরা। এমনকি গোপনে বাসা বাঁধা রোগ ধরতে পারি না আমরা নিজেও। চিকিৎসকের কাছে যাওয়ার আগে বাড়িতেই অটিজ়মের লক্ষণ বুঝে নেওয়া যেতে পারে বলে মত চিকিৎসকদের একাংশের। এর জন্য বিশেষ প্রশ্নপত্রও তৈরি করে দিয়েছেন তাঁরা। (Autism News)

কাছের মানুষ বা নিজে অটিজ়মে আক্রান্ত কি না, তা বোঝার ক্ষেত্রে সহায়ক ওই প্রশ্নপত্র। নিজে নিজে অটিজ়মের লক্ষণ পরীক্ষার এই পদ্ধতিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় AQ 19 Test. ১৬ বা তার বেশি বয়সিদের জন্য উপযুক্ত ওই পরীক্ষা। ৫০টি প্রশ্ন থাকে মোট। এর মধ্যে স্কোর ২৬ বা তার বেশি হলে অটিজ়মের লক্ষণ রয়েছে বলে ধরা হয়। প্রশ্নের উত্তর হতে পারে ‘অবশ্যই একমত’, ‘কিছুটা হলেও একমত’, ‘একেবারেই নয়’। (Autism Test)

তবে ব্রিটেনের এক চিকিৎসক, ১০টি প্রশ্ন বেঁধে দিয়েছেন। তাঁর মতে, অটিজ়মের লক্ষণ বুঝতে এই ১০টি প্রশ্নই যথেষ্ট। ১০টি প্রশ্নের এই পরীক্ষাকে তিনি AQ 10 Test বলে উল্লেখ করেছেন। ব্রিটেনের চিকিৎসক Sermed Mezher ১০টি প্রশ্ন তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ওই প্রশ্নপত্র ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, এক্ষেত্রে স্কোর যদি ৬ বা তার কম হয়, বুঝতে হবে অটিজ়ম নেই। Sermed Mezher যে ১০টি প্রশ্ন বেঁধে দিয়েছেন, সেগুলি হল, 

১) সামান্য শব্দও আমার কানে পৌঁছয়, যা বাকিরা শুনতেই পায় না।

২) কোনও গল্প পড়ার সময়, চরিত্রগুলির উদ্দেশ্য বুঝতে সমস্যা হয়।

৩) কেউ যখন আমার সঙ্গে কথা বলে, রেখেঢেকে কথা বললেও, আসল অর্থ সহজে বুঝে যাই।

৪) খুঁটিনাটি বিষয় লক্ষ্য করার চেয়ে সারাংশের উপর মনোযোগ দিই।

৫) আমার কথা শুনে কারও একঘেয়ে লাগছে, না কি সে মন দিয়ে শুনছে, তা বুঝতে পারি। 

৬) একসঙ্গে একাধিক কাজ করা সহজ মনে হয়। 

৭) মুখ দেখে কারও ভাবনা বা অনুভূতি বুঝে যাই। 

৮) কথা বা কাজের মাঝে কেউ বাধা দিলে, আবারও দ্রুত পুরনো ছন্দে ফিরে যেতে পারি। 

৯) কোনও জিনিস সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করাই পছন্দ আমার। 

১০) মানুষের অভিসন্ধি বুঝতে সমস্যা হয় আমার।

এক্ষেত্রে ‘একমত’ বা ‘একমত নই’ বলে উত্তর লিখতে পারেন। উত্তর ‘একমত’ হলে ১ পয়েন্ট, ‘একমত নই’ হলে ০ মিলবে। 

Dailymail জানিয়েছে, ব্রিটেনে এই মুহূর্তে ডিসেম্বর মাসে অটিজ়ম পরীক্ষার জন্য ২ লক্ষ ১২ হাজার মানুষ অপেক্ষা করছেন। AQ 19 পরীক্ষা জনপ্রিয় হয়ে উঠলেও, এর নিরিখে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয় বলে মত চিকিৎসকদের। আজকাল অটিজ়ম নিয়ে এত আলোচনা হচ্ছে যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত বলে মত তাঁদের।

তথ্যসূত্র: Dailymail