কলকাতা: দমদম স্টেশনে তুমুল উত্তেজনা। দমদমে নতুন এসি লোকাল আসার পরই উত্তেজনা। সুকান্ত মজুমদারকে দেখে স্লোগান তৃণমূলের। এসি লোকালের উদ্বোধনের পরই উত্তপ্ত পরিস্থিতি। দমদম স্টেশনে তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি। এই ইস্যুতে সরব সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'বিক্ষোভ দেখিয়েছে লুঠেরা, SIR-এর ভয়ে থরহরিকম্প তৃণমূল', নিশানা বিজেপি নেতার।
স্বাধীনতা দিবসের আগেই শুরু হল এসি লোকাল ট্রেনের পরিষেবা। আজ উদ্বোধন হল ট্রেনটির। কোন কোন স্টেশনে থামবে ট্রেন, পাশপাশি বিভিন্ন স্টেশনে পৌঁছনোর জন্য় কী ভাড়া লাগবে, জানানো হল পূর্ব রেলের তরফে। স্বাধীনতা দিবসের আগেই এসি লোকাল ট্রেনের পরিষেবা পেল রাজ্য়বাসী। শিয়ালদা থেকে রানাঘাটের মধ্য়ে পাওয়া যাবে এই পরিষেবা।
পূর্বে রেলের দেওয়া তথ্য় অনুযায়ী, AC লোকালের ১২টি কামরাই তৈরি স্টেনলেস স্টিলে। প্রত্য়েকটিতেই পাওয়া যাবে AC পরিষেবা। মেট্রোর মতনই ট্রেন চলাকালীন এক কামরা থেকে অন্য় কামরায় যেতে পারবেন যাত্রীরা। পাশাপাশি প্রত্য়েক কামরাতেই থাকছে সিসিটিভি ক্য়ামেরার নজরদারি। থাকছে টক ব্য়াক পরিষেবার সুবিধা। এছা়ড়াও মেট্রোর মতো এসি লোকালের দু'দিকে থাকছে স্লাইডিং ডোর। স্টেশনে ট্রেন থামার আগে ঘোষণা করা হবে কোনদিকে ট্রেনের দরজা খুলবে। শুধুমাত্র স্টেশন আসলে তবেই খুলবে ট্রেনের দরজা।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, AC লোকাল ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেবে সকাল ৮টা ২৯ মিনিটে এবং শিয়ালদা পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে। শিয়ালদা থেকে ট্রেনটি ছা়ড়বে সন্ধে ৬টা ৫০ মিনিটে। রানাঘাট পৌঁছোবে রাত ৮টা ৩২ মিনিটে। পূর্ব রেল সূত্রে খবর, AC লোকাল ট্রেনটি বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদায় দাঁড়াবে। শিয়ালদা থেকে দমদমের ভাড়া হবে - ৩৫ টাকা। শিয়ালদা থেকে ব্য়ারাকপুরের ভাড়া হবে - ৬০ টাকা। পাশপাশি শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া হবে - ৯০ টাকা এবং শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া হবে - ১২০ টাকা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)