Plastic Water Barrel: আমরা অনেকেই দাবি করি যে নিত্যদিনের জীবনে আমরা কোনো প্লাস্টিক ব্যবহার করি না। কিন্তু জীবন থেকে প্লাস্টিককে চিরতরে বিদায় জানানো আদপে খুবই কঠিন একটি কাজ। কোনো জিনিস রাখার বা নিয়ে আসার জন্য প্লাস্টিকের ব্যাগ (Platic Water Barrel), পলিথিন ব্যাগ ব্যবহার না করলেও আমাদের বাড়িতে রোজই প্লাস্টিকের জলের ব্যারেল দিয়ে যায়। আর এক্ষেত্রে সেই প্লাস্টিকের ব্যারেল থেকেই আমরা জল খেয়ে থাকি। আদৌ কি এটি স্বাস্থ্যকর ? এই পানীয় জলে কোনো ঝুঁকি নেই তো ?
প্লাস্টিকের ব্যারেল থেকে জল খাওয়া খুবই সুবিধেজনক হলেও এটি কোনোমতেই খুব একটা স্বাস্থ্যকর নয়। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গিয়েছে, এই প্লাস্টিকের জলের ব্যারেল থেকে জল খাওয়া বিষ খাওয়ার সমান ক্ষতিকর। এর কারণে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। কী জানা গিয়েছে এই সমীক্ষায় ?
কী বলছে এই গবেষণায় ?
প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে এক লিটারের প্লাস্টিকের বোতলে প্রায় ১ লক্ষ ন্যানো প্লাস্টিকের অণু পাওয়া যায়। এই সমস্ত অণু খুব সহজেই রক্তের মধ্যে মিশে যেতে পারে। এমনকী মস্তিষ্কের কোশেও পৌঁছে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের বোতলের জলে বেশ কিছু রাসায়নিক থাকে যেমন বিসফেনল এ, পিথ্যালেট, আর যখন এই বোতল সূর্যালোকে বা খানিক উষ্ণ পরিবেশে আনা হয় তখন এই রাসায়নিকগুলি জলের সঙ্গে মিশে যায়। এর কারণে আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।
প্লাস্টিকের জলের বোতল কী কী ক্ষতি করে স্বাস্থ্যের
হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের একটি সমীক্ষায় জানা গিয়েছে, পলিকার্বনেট বোতলে জল খাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বাড়াতে পারে ডায়াবেটিসের ঝুঁকিও। কারণ এই বোতলে পাওয়া যায় বিসফেনল এ রাসায়নিকটি।
বিশেষজ্ঞদের মতে রোজ প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়া বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে। এই ধরনের বোতলের জল থেকে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। জলে মাইক্রোপ্লাস্টিক থাকায় শরীরে প্রদাহ দেখা দিতে পারে।
অনেকক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে এই প্লাস্টিকের জলের জার থেকে জল নিয়মিত খাওয়ার ফলে ক্যানসারও দেখা দিতে পারে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।