Writing Skills: পরীক্ষার হলে (Examination) অনেকেই লেখা শেষ করতে পারেন না হাতের স্পিড (Wringting Speed) কম বলে। কমবেশি এই সমস্যায় অনেকেই ভুক্তভোগী। তবে এ নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনার হাতের লেখার গতি বাড়ানোর জন্য সহজ কিছু নিয়ম মেনে চললেই হবে সমস্যার সমাধান। পরীক্ষার হলে যাতে সময়ে আপনার লেখা শেষ হয় এবং হাতের লেখাও ভাল থাকে, তার জন্য কী কী করবেন দেখে নিন একনজরে।
- রোজের অভ্যাসই আপনাকে নিখুঁত করতে তুলতে সাহায্য করবে। তা সে যে কাজই হোক না কেন। তাই বাড়িতে লিখে লিখে অভ্যাস করুন। শুধু পরীক্ষার আগে নয়। সারাবছরই যা পড়ছেন তা প্রশ্ন, উত্তর আকারে লিখে অভ্যাস করুন। অতি অবশ্যই ঘড়ি ধরে লেখার অভ্যাস করতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার হাতের লেখার গতি কেমন, তা কতটা বাড়ানোর প্রয়োজন রয়েছে। আর লিখে পড়াশোনার অভ্যাস থাকলে সেই পড়া আপনার মনেও থাকবে ভালভাবে। তাই পরীক্ষার হলে প্রশ্নের উত্তরে কী লিখবেন তা নিয়ে ভাবনাচিন্তা করে সময় নষ্ট হবে না।
- পরীক্ষার হলে কোন প্রশ্নের উত্তর আগে লিখবেন, আর কোনটা পরে, সেই পরিকল্পনা আগে থেকেই করে রাখতে হবে। বাড়িতে লিখে অভ্যাস করলে এই পরিকল্পনা করতে সুবিধা হবে। পরীক্ষার হলে বসে আর ভাবতে হবে না কোনটা আগে লিখবেন, কোনটা পরে।
- কোন ধরনের পেন কিংবা পেনসিল লেখার ক্ষেত্রে ব্যবহার করছেন, তার উপরেও নির্ভর করে হাতের লেখার ধরন এবং গতি। সারাবছর যে পেন, পেনসিল ব্যবহার করে লেখেন, পরীক্ষার হলেও সঙ্গে সেটাই রাখুন। নতুন পেন, পেনসিলে আচমকা লিখতে শুরু করলে অসুবিধা হতে পারে।
- পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। আপনার পাশের জন অনেক অতিরিক্ত পাতা নিয়ে লিখছে দেখলে ঘাবড়ে যাবেন না। বরং মন শান্ত রেখে নিজের লেখার মন দিন। তাহলেই সঠিক সময়ে লেখা শেষ করতে পারবেন আপনি। আর হাতের লেখাও ভাল থাকবে।
আরও পড়ুন- শীতকালে সানস্ক্রিনের ব্যবহার ত্বকের স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।