Skin Care Tips: আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই আসছে রঙের উৎসব (Holi 2023)। হোলি বলুন বা দোল, নানা রঙে রঙিন হয়ে বসন্ত উদযাপনের সময় প্রায় এসেই গিয়েছে। আর দোরগোড়ায় যখন হোলি তখন ত্বকের যত্ন (Skin Care) নেওয়া এখন থেকেই প্রয়োজন। তাহলে হোলির দিন জমিয়ে রঙ মাখলেও আপনার ত্বকের বারোটা বাজবে না। আর রঙ কীভাবে সহজে তুলে ফেলবেন তার জন্যেও রয়েছে সহজ কিছু টিপস। 


দোলের আগে এবং দোলের দিন ত্বক রক্ষা করার জন্য কী কী করবেন



  • যাঁদের ত্বক রুক্ষ এবং শুষ্ক তাঁরা এখন থেকেই নিয়ম করে ত্বক ময়শ্চারাইজিং করা শুরু করুন। দিনে অন্তত দু'বার ক্রিম ম্যাসাজ করা প্রয়োজন।

  • এছাড়াও যেদিন দোল খেলবেন সেদিন অতি অবশ্যই ত্বকে কোনও পুরু অর্থাৎ একটু মোটা বেসের ক্রিম লাগিয়ে রঙ খেলতে যাবেন।

  • আজকাল অনেকেই মেকআপ করেন দোলের পার্টিতে। মেকআপ করার আগে স্কিন ময়শ্চারাইজিং করতে ভুলবেন না।

  • যাঁদের স্কিন অর্থাৎ ত্বক খুব সেনসিটিভ তাঁরা কী ধরনের ক্রিম মাখবেন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন। মূলত সারা বছর যে প্রোডাক্ট ব্যবহার করেন সেটাই ব্যবহার করা ত্বকের পক্ষে ভাল।

  • যাঁদের ত্বকে বডি অয়েল সয়ে যায়, তাঁরা ব্যবহার করতে পারেন বডি অয়েল। যদি বাড়িতেই দোল খেলার পরিকল্পনা থাকে তাহলে ক্রিম বা তেল যেকোনও একটা ব্যবহার করতে পারেন। 

  • যেহেতু দিনেরবেলাতেই মূলত দোল বা হোলি খেলা হয়, সেক্ষেত্রে চড়া রোদের মধ্যে অনেকক্ষণ থাকতে হবে। অতএব সানস্ক্রিন লাগানো অবশ্যই প্রয়োজন।

  • চোখে যাতে রঙে ঢুকে না যায় সেজন্য ব্যবহার করতে পারেন সানগ্লাস। অনেকে চুলে রঙ লাগানো পছন্দ করেন না। বিশেষ করে যাঁদের চুলে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাঁরা মাথায় হেয়ার ক্যাপ পরে নিতে পারেন। কিংবা আজকাল অনেকে ফ্যাশন করে ব্যান্ডেনা পরেন। এছাড়াও দোলের সময় ফ্যাশনে মাথায় রঙিন ওড়না দিয়ে পাগড়ি স্টাইলে বেঁধে নেওয়ার চলও রয়েছে। চুল খোলা রেখে দোল না খেলাই ভাল। 


দোল খেলার পরবর্তী সতর্কতা



  • দোল খেলা শেষ হলে ভাল করে চুলে শ্যাম্পু করতে হবে। প্রয়োজনে দু'বার শ্যাম্পু করে নিন।

  • ত্বকের রঙ রোলার জন্য সাবান তো ব্যবহার করতেই হবে। এক্ষেত্রে লিকুইড সোপ বা জেল জাতীয় বডিওয়াশ ব্যবহার করতে পারেন।

  • নখ থেকে ভালভাবে রঙ পরিষ্কার করা প্রয়োজন। নাহলে পরে খাবারের সময় ওই রঙ আপনার পেটে যেতে পারে। তার থেকে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 


আরও পড়ুন- আলট্রা ভায়োলেট রে থেকে কীভাবে রক্ষা করবেন চোখ? রইল কিছু সহজ 'আই কেয়ার' টিপস