Acne Problem: ব্রনর সমস্যার (Acne Problem) যাঁরা সারা বছর ভোগেন, তাঁরাই একমাত্র জানেন ত্বকের (Skin Problem) এই অসুবিধা ঠিক কতটা বিরক্তিকর। যাঁদের ত্বক তেলতেলে (Oily Skin) ধরনের তাঁদের ক্ষেত্রে ব্রনর সমস্যা বেশি দেখা যায়। এমনকি শীতকালের রুক্ষ-শুষ্ক আবহাওয়াতেও অনেকের পিছু ছাড়ে না ব্রনর সমস্যা। এর সঙ্গে দাগছোপ এবং যন্ত্রণা উপরি পাওয়া। ব্রনর সমস্যা দূর করতে চাইলে সারাবছর কয়েকটি উপকরণ আপনি ব্যবহার করতে পারেন। এগুলি সবই প্রাকৃতিক উপাদান এবং ব্রনর দাগছোপ কমাতে দারুণ ভাবে সাহায্য করে। 


অ্যালোভেরা জেল 


অ্যালোভেরা জেল যে ত্বকের জন্য ভাল তা প্রায় সকলেই জানেন। তবে দোকানে যে সমস্ত অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়, তার পরিবর্তে অ্যালোভেরা গাছ থেকে সরাসরি জেল সংগ্রহ করতে পারলে উপকার পাবেন বেশি। বাড়িতে একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে নিতে পারেন। খুব সাংঘাতিক কিছু যত্নেরও প্রয়োজন হয় না। সামান্য কিছু নিয়ম ঠিকভাবে মেনে চললেই অ্যালোভেরা গাছ ভালভাবে বেঁচে থাকবে। আর আপনিও সরাসরি গাছ থেকে জেল সংগ্রহ করতে পারবেন। একটা কাচের বাটতে ঠান্ডা দুধ (ফোটানোর আগে) এবং অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। তারপর যে অংশে ব্রন হয়েছে সেখানে এই মিশ্রণ লাগিয়ে দিন। অল্প কয়েকদিনের ব্যবহারেই দূর হবে ব্রনর দাগ। 


বরফের টুকরো এবং অ্যালোভেরা জেল 


একটা কাচের বাটিতে অ্যালোভেরা জেল রাখুন। তারপর বরফের টুকরোর গায়ে সেই অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। তারপর সেটা লাগাতে হবে ব্রনর জায়গায়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় ব্রনর জায়গায়, আশপাশের ত্বকে জ্বালা করছে। সেক্ষেত্রে বরফ এবং অ্যালোভেরা জেল আপনার অস্বস্তি, জ্বালা-যন্ত্রণা কমাবে। ব্রনর ফলে যে লালচে দাগ তাও দ্রুত দূর হবে বরফ এবং অ্যালোভেরা জেলের সাহায্যে। 


চন্দনের গুঁড়ো 


চন্দনের গুঁড়ো সামান্য জল মিশিয়ে ব্রনর জায়গায় লাগাতে পারলে খুব তাড়াতাড়ি এই সমস্যা দূর হবে। দাগছোপ তো কমবেই, সেই সঙ্গে জ্বালা-যন্ত্রণারও উপশম হবে। তাই ব্রন হলে চন্দনের গুঁড়ো ওই ব্রনর অংশেই ব্যবহার করতে পারেন। উপকার পাবেন। চন্দনে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ। তাই ত্বকে ইনফেকশন হতে দেয় না। এছাড়াও ত্বকে জমে থাকা তেল-ময়লাও সহজে বের করে আনে।


হলুদ আর গোলাপ জল 


কাঁচা হলুদ বেটে নিতে হবে মিহি করে। তার মধ্যে গোলাপ জল মিশিয়ে ব্রনর জায়গায় লাগালে অল্প দিনের মধ্যে দূর হবে দাগছোপ। ব্রন হওয়ার প্রবণতাও কমবে। আর ব্রনর অংশে ব্যথা, জ্বালা থাকলে সেটাও দূর হবে। হলুদের মধ্যেও রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ। তাই ত্বকের সংক্রমণ রুখতে সাহায্য করবে। 


আরও পড়ুন- এই সবজির বীজ খেলে দূরে হবে শরীরের হাজার সমস্যা, কীভাবে খেতে পারেন রোজ? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।