Face Toner: ত্বকের পরিচর্যার (Skin Care Tips) জন্য আমরা সারাবছর বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে থাকি। ত্বক ভাল (Skin Care Routine) রাখার জন্য সব মরশুমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেস টোনার (Face Toner)। নিয়মিত আপনি ত্বকে ব্যবহার করতে পারেন ফেস টোনার। এক্ষেত্রে কী কী উপকার পাবেন চলুন, জেনে নেওয়া যাক।


ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে- ত্বক পরিষ্কার রাখতে, ত্বকে জমে থাকা ময়লা এবং তেল দূর করতে কাজে লাগে ফেস টোনার। প্রতিদিনই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ফেস টোনার। যাঁদের অয়েলি স্কিন অর্থাৎ ত্বকে তেলতেলে ভাব বেশি তাঁদের জন্য খুবই উপকারি স্কিন টোনার। আপনার ত্বকের ধরন অনুসারে ফেস টোনার ব্যবহার করতে হবে। ত্বক অনুযায়ী বেছে নিতে হবে ফেস টোনার। প্রতিদিনই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ফেস টোনার। 


ত্বক রিফ্রেশ করতে সাহায্য করে- আপনার ত্বকে রিফ্রেশ ভাব বজায় রাখতে ফেস টোনার কাজে লাগে। সারাদিন পরিশ্রমের পর টোনার দিয়ে ত্বক পরিষ্কার করলে ফ্রেশ লাগবে আপনার। গরমের দিনে আপনি টোনার দিয়ে মুখ পরিষ্কার করলে রিফ্রেশ লাগবে আপনার। সবসময় যে বাজার থেকে প্রোডাক্ট কিনে সেটাই টোনার হিসেবে ব্যবহার করতে হবে তা নয়। বাড়িতেও আপনি টোনার তৈরি করতে পারেন। এক্ষেত্রে গোলাপ জল এবং কাঁচা দুধ সবচেয়ে উপযুক্ত উপকরণ। 


ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখে টোনার- ত্বকের উজ্জ্বল এবং মোলায়েম ভাব বজায় রাখার জন্য প্রতিদিন ফেস টোনার দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। তুলোর মধ্যে টোনার নিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। টোনার ব্যবহার করার পর মুখে ক্রিম কিংবা ময়শ্চারাইজার লোশন ব্যবহার করতে পারেন। ফেস টোনার ব্যবহার করলে আপনার ত্বকে র‍্যাশ, অ্যালার্জি এইসব সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। 


ত্বক হাইড্রেটেড রাখে ফেস টোনার- ত্বক হাইড্রেটেড রাখতে অর্থাৎ ত্বকে ময়শ্চারাইজড ভাব বজায় রাখার জন্য কাজে লাগে ফেস টোনার। আপনার ত্বককে রুক্ষ ও শুষ্কতার হাত থেকে রক্ষা করে। ত্বকে বলিরেখার সমস্যা রুখতেও সাহায্য করে ফেস টোনার। এছাড়াও ডার্ক সার্কেলের সমস্যা, ত্বকের কালচে দাগছোপ- এইসব সমস্যাও দূর করতে সাহায্য করে ফেস টোনার। 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন- সঠিক ভাবে চুলের বৃদ্ধির জন্য খাবারে যোগ করুন চারটি বীজ, বাড়িতে তৈরি করে নিতে পারেন তেলও