কলকাতা : যখন ত্বকের যত্নের (Skin Care) প্রসঙ্গ ওঠে, তখন স্বাভাবিকভাবেই আগে মেয়েদের কথা ওঠে। কারণ, ত্বকের যত্নের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি মনোযোগ দেন। কিন্তু মেয়েদের মতো একইভাবে ছেলেদেরও ত্বকের যত্ন নেওয়া দরকার। ত্বক যদি পরিস্কার না থাকে, তাহলে তাঁদেরও ব্রন বা অ্যাকনের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এই সমস্ত সমস্যা দূরে রাখতে কীভাবে ত্বকের যত্ন নেবেন পুরুষরা, জেনে নিন-


আরও পড়ুন - Health Tips: চটজলদি এনার্জি পেতে কী খাবার খাবেন?


১. সূর্যের রোদে বেরনোর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়েরই সানস্ক্রিন ব্যবহার করা দরকার। সূর্যের অতিবেগুনী রশ্মি উভয়ের ত্বককেই একইভাবে ক্ষতিগ্রস্থ করে। পাশাপাশি ধুলো, ধোঁয়া, দূষণে ত্বকের যে ক্ষতি হয়, তাতে ত্বক পরিস্কার রাখা খুবই জরুরি। ধুলোর সঙ্গে ত্বকের তৈলাক্ত অংশ মিশে রোমকূপগুলির মুখ বন্ধ করে দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, দিনে অন্তত দুবার ত্বক কোনও ভালো ফেরওয়াশ দিয়ে ধুয়ে নেওয়া দরকার। যাতে রোমকূপগুলির মুখ পরিস্কার থাকে। এবং ত্বকে অক্সিজেন সরবরাহও সঠিক থাকে।


২. মহিলাদের ক্ষেত্রে যেমন ক্লিনজার, টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজনীয়, তেমনই পুরুষদের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলতে হবে ত্বকের পরিচর্যায়। প্রথমে ক্লিনজার দিয়ে ত্বক পরিস্কার করে নিতে হবে। এবার টোনার ব্যবহার করে ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।


আরও পড়ুন - Health Tips For Women: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলারা কোন কোন খাবার অবশ্যই খাবেন?


৩. দিনেরবেলা যদি ত্বকের পরিচর্যায় তেমন সময় দিতে নাপারেন, তাহলে রাতে অবহেলা করবেন না। ত্বক পরিস্কার করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। কিন্তু মেয়েদের কোনও প্রসাধনী ছেলেরা ব্যবহার করবেন না। কারণ, মহিলাদের এবং পুরুষদের ত্বকের প্রকৃতি আলাদা হয়।


৪. পার্লারে গিয়ে ফেসিয়াল বা স্পা করাতে পারেন। 


৫. মনে রাখতে হবে, ত্বক অপরিস্কার থাকলেই তাতে ব্রন বা অ্যাকনের মতো সমস্যা দেখা দিতে পারে।