Skin Care: সুন্দর মোলায়েম ত্বক (Skin Care) পেতে হলে নিয়মিত পরিচর্যা প্রয়োজন। কিন্তু তার মানেই এই নয় যে আপনাকে বিউটি পার্লারে (Beauty Parlour)  ছুটতে হবে। ঘরে বসেও যথেষ্ট ভালভাবে রূপচর্চা (Skin Care Tips) করা সম্ভব। মধ্যবিত্তের রান্নাঘরে থাকা জিনিসপত্র (Kitchen Ingredients) দিয়েই দিব্যি ‘স্কিন কেয়ার’ করা যায়। তাহলে দেখে নেওয়া যাক ত্বকের কোন সমস্যা দূর করতে কী কাজে লাগাবেন।


বেসন- প্রায় সব মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরেই বেসন মজুত থাকে। এর সঙ্গে মিশিয়ে নিন সামান্য অলিভ অয়েল। তারপর মুখে স্ক্রাব করলে ডেড সেল দূর হতে বাধ্য।


মসুর ডাল- মুসুর ডাল বেটে নিয়ে তার সঙ্গে দুধের সর আর অলিভ অয়েল মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক। স্নানের আগে মুখে-গলায় মেখে নিন। মিনিট ২০ রেখে শুকিয়ে গেলে ধুয়ে নিন।


হলুদ- অ্যান্টিসেপ্টিক উপকরণ হিসেবে হলুদের কোনও জবাব নেই। একই ভাবে রূপচর্চাতেও কাজে লাগে হলুদ। কাঁচা হলুদ বাটা স্নানের আগে মুখে এবং গায়ে মাখতে পারেন।


দুধ- কাঁচা দুধের মতো ভাল ক্লেনজার আর কিছুই হয় না। এর পাশাপাশি দুধের সর মাখতে পারলেও ত্বক মোলায়েম এবং উজ্জ্বল হয়।


চিনি- গুঁড়ো চিনি আর অলিভ অয়েল মিশিয়ে তৈরি করতে পারেন সুগার স্ক্রাব। এই স্ক্রাব আপনার ঠোঁট মোলায়েম রাখতে এবং কালচে ভাব দূর করতে সাহায্য করে।


টকদই- সান ট্যান তোলার ক্ষেত্রে সবচেয়ে ভালভাবে কাজ করে টকদই। ট্যান পড়ে যাওয়া জায়গায় খানিকক্ষণ টকদই মেখে রাখুন। স্নানের আগেই করবেন। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন।


মধু- দুধের সরের সঙ্গে বা টকদইয়ের সঙ্গে মধু মিশিয়ে নিলে খুব ভাল স্ক্রাব তৈরি হয়। ত্বকের জেল্লা ফেরাতে এই উপকরণ কাজে লাগে। 


এবার নজর দেওয়া যাক ফল-সবজিতে


আলু- ডার্ক সার্কেল বা মুখের যেকোনও কালচে দাগছোপ তুলতে দারুণ ভাবে কাজে লাগে আলুর রস। ত্বকের সমস্ত দাগ দূর হয়ে ঔজ্জ্বল্য ফিরে আসে।


শসা- শসার রসও ডার্ক সার্কেল এবং ঠোঁটের কালচে দাগ দূর করতে সাহায্য করে।


টোম্যাটো- সান ট্যান তোলার জন্য টকদইয়ের মতোই খুব ভাল কাজ টোম্যাটোর রস।


আরও পড়ুন- সোলো ট্রিপে যাচ্ছেন? কোন কোন জিনিস অতি অবশ্যই সঙ্গে রাখবেন দেখে নিন