Sun Tan: সান-ট্যান (Sun Tan) অর্থাৎ রোদের কারণে ত্বকে কালচে দাগছোপ দেখা গেলে তা তোলার জন্য সাধারণ মধ্যবিত্ত বাড়ির রান্নাঘরে থাকা বেশ কিছু মশলা কাজে লাগে। কোন কোন উপকরণের (lifestyle) সাহায্যে সহজে আপনি সান-ট্যান দূর করতে পারবেন, তা একঝলকে দেখে নেওয়া যাক। (skincare tips)


টক দই- সামার ট্যান বা সান ট্যান তোলার জন্য রান্নাঘরের অনেক জিনিসপত্রই ব্যবহার করা যায়। এর মধ্যে অন্যতম হল টকদই। খুব সহজে ট্যান দূর করতে সাহায্য করে এই উপকরণ। আপনি টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য হলুদ গুঁড়ো বা মধু। এই মিশ্রণ সহজে ট্যান দূর করতে পারে।


মধু- মধুর সাহায্যেও বাড়িতেই তৈরি করে নিতে পারেন সান ট্যান রিমুভাল প্যাক। এক্ষেত্রে মধুর সঙ্গে কিছু উপকরণ ব্যবহার করতে হবে। মধুর সঙ্গে সামান্য পাতিলেবুর রস আর চিনি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে পারেন। এর সাহায্যে স্ক্রাবিং এবং ট্যান তোলার কাজ দুটোই হবে।


লেবু- লেবুর রসে থাকে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। এই দুই উপকরণই ত্বকের কালচে দাগছোপ এবং ট্যান তুলতে সাহায্য করে। আর প্রায় সকলের বাড়িতেই পাতিলেবু পাওয়া যায়। হলুদ গুঁড়োর মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে, কিংবা মধু বা টকদইয়ের সঙ্গেও পাতিলেবুর রস মিশিয়ে বাড়িতে তৈরি করা যায় ট্যান তোলার ফেসপ্যাক।


হলুদ গুঁড়ো- শুধু মুখের নয় গায়ে, হাতেপায়ের ট্যান তোলার ক্ষেত্রে খুবই উপকারি হলুদ গুঁড়ো। এর সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করে নেওয়া যাক প্যাক। দুধের সর আর হলুদ গুঁড়ো মিশিয়ে ট্যানের জায়গায় লাগাতে পারলে খুব অল্প দিনের মধ্যেই ফিকে হবে কালচে দাগছোপ।


টোম্যাটো- ন্যাচারাল ট্যান রিমুভাল প্রোডাক্ট হিসেবে টোম্যাটোর জুড়ি মেলা ভার। যে জায়গায় ট্যান হয়েছে সেখানে টোম্যাটোর টুকরো ঘষে দেখতে পারেন। উপকার পাবেন। টোম্যাটোর রস করে তার মধ্যে দিয়ে দিন কিছুটা বরফের কুচি। এবার এই মিশ্রণ ভালোভাবে ট্যান হওয়া জায়গায় লাগাতে হবে। অল্পদিনের মধ্যেই উপকার পাবেন আপনি।


আরও পড়ুন- কী কী গুণ রয়েছে চেরি টোম্যাটোর মধ্যে, আপনার স্বাস্থ্য ভাল রাখতে কীভাবে কাজে লাগে?


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial