Skin Care Tips: পুজোর আর বেশিদিন বাকি নেই। এদিকে এতদিন সেভাবে ত্বকের যত্ন নেওয়া হয়নি আপনার। কিন্তু পুজোয় তো চাই ঝলমলে ত্বক। তাই ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে ভরসা রাখুন ঘরোয়া ফেস স্ক্রাবে। সবচেয়ে মজার হল, ব্রেকফাস্টের জনপ্রিয় একটি উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে আপনি বানিয়ে নিতে পারবেন ফেস স্ক্রাব। অল্প কয়েকদিন ব্যবহার করলেই হাতেনাতে ফল পাবেন। বুঝতে পারবেন ফারাক। তাই আর দেরি না করে আজই শুরু করে দিন ত্বকের পরিচর্যা। কী কী ব্যবহার করবেন, নীচে রইল তারই তালিকা। 

পুজোর আগে লাস্ট মিনিট ত্বকের পরিচর্যায় সঙ্গে থাকুক ওটস, হারানো জেল্লা ফিরবে অল্প কয়েকদিনেই, দূর হবে আরও অনেক সমস্যা 

ওটস যে শুধুমাত্র খাওয়ার জন্যই উপকারী তা কিন্তু নয়। এই উপকরণ দিয়ে দারুণ ভাবে ত্বকের পরিচর্যাও করা যায়। যাঁরা বাড়িতে ফেসপ্যাক, ফেস মাস্ক তৈরি করে ব্যবহার করেন, তাঁরা অবশ্যই ওটস দিয়ে তৈরি করতে পারেন প্রোডাক্ট। কিন্তু কীভাবে করবেন? আর কী কী লাগবে ওটসের সঙ্গে? চলুন আপনার জন্য রইল সহজ কয়েকটি টিপস। 

  • ওটসের সঙ্গে দুধের সর মিশিয়ে সবচেয়ে ভাল ফেস স্ক্রাব তৈরি করা যায়। ত্বকের ডেড সেল বা মরা কোষ ঝরাতে এই মিশ্রণ দারুণ ভাবে কাজ করে। দুধের সর আর ওটসের গুঁড়ো মিশিয়ে মুখে, গলায় স্নানের আগে মেখে নিন। সপ্তাহে ২-৩ বার এই মিশ্রণ ব্যবহার করলে যাবতীয় কালচে দাগছোপ দূর হবে। 
  • ওটস আমাদের ত্বকের ক্ষেত্রে ভীষণ ভালভাবে এক্সফোলিয়েটরের কাজ করে। তাই জন্য স্ক্রাবার হিসেবে নিশ্চিন্তে ওটস ব্যবহার করুন। সপ্তাহে ২-৩ বার ওটস দিয়ে তৈরি ফেস স্ক্রাব, ফেস প্যাক, ফেস মাস্ক ব্যবহার করলে ত্বকের জেল্লা সারাবছর একইভাবে বজায় থাকবে। 
  • ত্বকে ব্রনর, র‍্যাশের সমস্যা কমাতেও কাজে লাগে ওটসের গুঁড়ো। খালি খুব মিহি গুঁড়ো করে নেওয়া জরুরি। নাহলে ত্বকের গঠন রুক্ষ হয়ে যেতে পারে। 
  • ওটসের গুঁড়োর মধ্যে সামান্য অলিভ অয়েল আর অল্প একটু মধু মশিয়ে দিলে, এই ফেস প্যাক আমাদের ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। 

সতর্কতা, কয়েকটি ব্যাপার অবশ্যই খেয়াল রাখুন 

  • সরাসরি ওটসের গুঁড়ো ত্বকে ব্যবহার করবেন না। একদম মিহি গুঁড়ো না হলেও ত্বকে লাগাবেন না। শুকনো ওটসের গুঁড়ো ত্বকে লাগানো চলবে না। 
  • দুধ না পেলে অন্তত জলে ভিজিয়ে তবে ওটসের গুঁড়ো ত্বকে ব্যবহার করুন। নাহলে ত্বকের গঠন খসে খসে হয়ে যাবে। অতএব সতর্ক থাকুন।