Shaving Hacks for Women: হঠাৎ করে কোনও নিমন্ত্রণ পেয়েছেন? পরতে চান কোনও ওয়েস্টার্ন ড্রেস। এদিকে ওয়াক্সিং (Waxing) করা নেই। পার্লার যাওয়ার মতো হয়তো হাতে সময় নেই। সেক্ষেত্রে বাড়িতে নিজেই ওয়াক্সিং (Shaving hacks for Women) করে নেওয়া ছাড়া উপায় নেই। এক্ষেত্রে ভরসা বাজারচলতি বিভিন্ন রেজার। চটজলদি এর সাহায্যেই ওয়াক্সিং (Skin Care Tips) করা সম্ভব। এছাড়াও ওয়াক্সিং কিট থাকলে তার সাহায্যেও চেষ্টা চালাতে পারেন। তবে এখন আবহাওয়া বেশ শুষ্ক। তাই কয়েকটি নিয়ম না মেনে ত্বকের উপর ওয়াক্সিং করার জন্য রেজার চালালে বিপদে পড়তে পারেন। ত্বক অত্যধিক রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে। আর এর ফলে স্টাইল করে ওয়েস্টার্ন আউটফিট পরলেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন না আপনি। অতএব বাড়িতে যখনই ওয়াক্সিং করবেন, তখন কিছু নিয়ম মেনে চলুন। এর ফলে আপনার ত্বক ভাল থাকবে। কী কী নিয়ম মেনে চলা অবশ্যই প্রয়োজন সেগুলো দেখে নিন একনজরে। 



  • ওয়াক্সিং করার সময় গরম জল ব্যবহার করলে ভাল হয়। তবে খুব বেশি গরম জল ব্যবহার করবেন না, হাল্কা গরম জল ব্যবহার করলেই হবে। রেজার দিয়ে ওয়াক্সিং করার সময় অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। আর ওয়াক্সিং করা হয়ে গেলে ভাল করে ক্রিম বা ময়শ্চারাইজার ম্যাসাজ করে নিতে হবে। 

  • প্রয়োজনে ওয়াক্সিং করার আগে হাল্কা গরম জলে স্নান করে নিন। গরম জল আপনার ত্বকের পোরসগুলো খুলে দিতে সাহায্য করে এবং হেয়ার ফলিকলগুলো নরম করে দেয়। ফলে সহজে ওয়াক্সিং করা সম্ভব। 

  • ওয়াক্সিং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। এছাড়াও সাধারণ নারকেল তেল ব্যবহার করা যাবে। এর ফলে ত্বক নরম হয়ে যায়। রেজার দিয়ে ওয়াক্সিং করলেও এক্টে ছড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। 

  • সাবান দিয়ে যাঁরা ওয়াক্সিং করেন, তাঁরা অবশ্যই লিকুইড বডি ওয়াশ বা ফোম বেসড কিংবা ক্রিম বেসড বডি ওয়াশ ব্যবহার করুন।

  • সবচেয়ে ভাল হয় ওয়াক্সিং করার আগে যদি একবার বডি স্ক্রাব করে নিতে পারেন। এর ফলে ডেড স্কিন সেল এক্সফোলিয়েট হয়ে যাবে। অর্থাৎ ত্বকের মরা কোষ ঝরে যাবে এবং সহজে রেজার দিয়ে ওয়াক্সিং করা সম্ভব হবে। 

  • আজকাল ময়শ্চারাইজিং স্ট্রিপ যুক্ত অনেক রেজর বাজারে কিনতে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করুন। এর ফলে আপনার ত্বক ভাল থাকবে। 


আরও পড়ুন- শীতের মরসুম শুরুর আগেই বন্ধ নাকের সমস্যা, আরাম পাবেন ঘরোয়া টোটকাতেই