Meta: সম্প্রতি ট্যুইটারের মালিকানা নিজের অধীনে নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Mask)। এর মধ্যেই আর একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, মেটা ইন্ডিয়ার (Meta India) প্রধান অজিত মোহন সংস্থার সঙ্গে সম্পর্ক মিটিয়ে দিয়েছেন। অর্থাৎ মেটা ইন্ডিয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, সোশ্যাল মিডিয়া কোম্পানি স্ন্যাপ- এ যোগ দিতে চলেছেন অজিত মোহন। সূত্রের খবর, Snap- এর APAC business- এর প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন তিনি। ২০১৯ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফেসবুকে যোগ দিয়েছিলেন অজিত মোহন। একই সঙ্গে মেটা-র ইন্ডিয়া বিজনেসের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর পদেও যুক্ত হয়েছিলেন তিনি। তারপর থেকে ফেসবুকে একাধিক পরিবর্তন হয়েছে। এমনকি ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশনও বদলে গিয়েছে। নতুন পেরেন্ট কোম্পানিই হল মেটা। নিজের কর্মকালে মেটা পরিবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শুধু ফেসবুক নয়, অজিত মোহন নজর দিয়েছিলেন মেটা-র অন্যান্য সংস্থা যেমন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও। ভারতে ২০০ মিলিয়নের বেশি ইউজার এই দুই মাধ্যমে যুক্তও হয়েছে তাঁরই আমলে। 


জানা গিয়েছে, মেটা-র ভারতীয় সংগঠনের প্রধান থাকাকালীন সংস্থায় নতুন বিনিয়োগ আনার ক্ষেত্রেও সাহায্য করেছিলেন অজিত মোহন। এর পাশাপাশি ভারতের জনপ্রিয় এবং অন্যতম বড় টেলিকম সংস্থা জিও-র সঙ্গে চুক্তির ব্যাপারেও সাহায্য করেছিলেন তিনি। এছাড়াও হোয়াটসঅ্যাপে ব্যবহারের ক্ষেত্রে টাকার প্রচলনের ব্যাপারেও উদ্যোগ নিয়েছিলেন এই ব্যক্তি। মেটা কর্তৃপক্ষ ভারতকে তাদের বৃহত্তম কনজিউমার মার্কেট বেস বা উপভোক্তা বাজারের ভিত্তি হিসেবে চিহ্নিত করেছে। আর ভারতে মেটা-র ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে কোম্পানির প্রধান হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অজিত মোহন। তবে এবার মেটা সংস্থা থেকে বিদায় নিয়েছেন তিনি। সম্প্রতি মেটা-র গ্লোবাল বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নিকোল মেন্ডেলসন একটি বিবৃতিতে জানিয়েছেন, অজিত মোহন মেটা কোম্পানিতে নিজের পদ থেকে সরে আসতে চেয়েছেন। কোম্পানির বাইরে অন্য সুযোগ খুঁজতে চান তিনি।  


ফেসবুকে যুক্ত হওয়ার আগে স্টার টিভি-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন অজিত মোহন। সেখানেও নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। হটস্টার লঞ্চের পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। স্টার টিভির নিজস্ব ডিজিটাল স্ট্রিমিং সার্ভিস হটস্টার এখন ভারতজুড়ে জনপ্রিয়। এরপর হটস্টারের সিইও পদেও আসীন হয়েছিলেন অজিত মোহন। ২০১৯ সালে ফেসবুকে যুক্ত হওয়ার আগের চারবছর এই পদেই ছিলেন তিনি। হটস্টারে কী ধরনের কনটেন্ট দেখানো হবে, স্থানীয় সিনেমা, হটস্টারের নিজস্ব কনটেন্ট, খেলাধুলো- এই সবকিছু স্ট্রিমিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিলেন অজিত মোহন। 


আরও পড়ুন- ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক! চমকে দেওয়া নতুন ফিচার হোয়াটসঅ্যাপে