Room Dampness in Monsoon: বর্ষাকাল (Monsoon) মানেই বাতাসে থাকবে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা (Humidity)। আর এই আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হওয়ার কারণে পরিবেশে একটা স্যাঁতস্যাঁতে (Damp Rooms) ভাব অনুভব করবেন আপনি। ঘরের ভিতরেও থাকে এই স্যাঁতস্যাঁতে ভাব। এই ধরনের আবহাওয়ায় অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে যাঁদের অ্যালার্জি হওয়ার ধাত রয়েছে, তাঁদের জন্য এই ধরনের স্যাঁতস্যাঁতে আবহাওয়া অত্যন্ত খারাপ। অতএব বর্ষার মরশুমে ঘরের মধ্যে থাকা স্যাঁতস্যাঁতে ভাব বা ড্যাম্প সহজে কীভাবে দূর করবেন জেনে নিন।
বর্ষাকালে ঘরের ভিতরের স্যাঁতস্যাঁতে ভাব সহজে দূর করার উপায়
- বর্ষার মরশুমে অনেক সময়েই আমাদের ঘরে স্যাঁতস্যাঁতে ভাব এবং একটা অদ্ভুত অস্বস্তিকর গন্ধ থাকে। এই সমস্যা এড়াতে ঘরের ভিতরে থাকা গাছ সরিয়ে দিন। অনেকেই আজকাল ঘরে বিভিন্ন ধরনের গাছ রাখেন। বর্ষার মরশুমে এইসব গাছ ঘর থেকে সরিয়ে অন্য কোথাও রাখুন। তার ফলে ঘরের ভিতরের স্যাঁতস্যাঁতে ভাব এবং অস্বস্তিকর সোঁদা গন্ধ কমবে।
- ঘরের দরজা এবং জানলা ভালভাবে খুলে রাখতে হবে। তার ফলে আপনার ঘরে বাইরের আলো-বাতাস আসতে পারবে। বর্ষাকালে বেশিরভাগ সময়েই মেঘলা আবহাওয়া থাকে। তাই যখন রোদ উঠবে তখন ঘরের ভিতর ভাল করে আলো-বাতাস খেলতে দেওয়া ভাল।
- বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকানো একটা ঝক্কি। অনেকেই উপায় না পেয়ে ঘরের মধ্যে ভেজা জামাকাপড় শুকোতে দেন। তবে ঘরের ভিতর ভেজা জামাকাপড় না রাখাই শ্রেয়। কারণ ভেজা জামাপকাপড় রাখলে ঘরের ভিতরের আর্দ্রভাব বেড়ে যাবে। একটা বাজে গন্ধও হতে পারে ওইসব ভেজা জামাকাপড় থেকে।
- ঘর পরিষ্কার করে মুছে রাখার সময় মেঝে একটু শুকনো করে মুছতে হবে, যাতে মেঝেতে জল না থেকে যায়। শুধু বাড়ির বিভিন্ন ঘর নয়, চেষ্টা করুন রান্নাঘর এবং বাথরুমও শুকনো রাখতে। তাহলে বাড়ির ভিতরে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হবে না। স্যাঁতস্যাঁতে ভাব কমবে।
- মাঝে মাঝে ঘরের এসি চালিয়ে নিন। তার ফলে ঘরের ভিতরের আর্দ্র বাতাস দূর হবে। এই সময় অবশ্যই দরজা, জানলা খুলে রাখতে হবে। তবে নিজের শারীরিক ক্ষমতা বুঝে এসি চালাবেন বর্ষায়। কারণ সামান্য অসতর্কতায় ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। অতএব সতর্ক থাকা জরুরি।
আরও পড়ুন- বর্ষাকালে সুস্থ থাকতে চাইলে কোন কোন খাবার খাবেন না? দেখে নিন তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।