কলকাতা : আগে মনে করা হত, স্ট্রোক বয়স্কদের অসুখ। কিন্তু আজকাল দেখা যাচ্ছে বছর তিরিশেই হচ্ছে স্ট্রোক! চিকিৎসকরা বলছেন, দেশে প্রতি বছর স্ট্রোক হয় ১৮ লক্ষ মানুষের। কিন্তু স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করতে হবে। স্ট্রোক আক্রান্তকে যত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারবেন, ততটাই কমবে জীবনের ঝুঁকি।
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন আপনার বা অন্য কারও স্ট্রোক হয়ে থাকতে পারে ?
- আচমকা চোখ ধোঁয়া ধোঁয়া দেখা
- কথা জড়িয়ে যাওয়া
- মুখ বেঁকে যাওয়া
- শরীরের একদিক অবশ হয়ে যাওয়া
- শরীরের একদিকের অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়া
- অসংলগ্ন কথা
- ভুলভাল কথা বলা ইত্যাদি।
পরিসংখ্যান বলছে, দেশে স্ট্রোক আক্রান্তদের ২৫ শতাংশই তরুণ। শরীরে মনে যন্ত্রণার ভার বয়ে বেড়াতে হয় বহু মানুষকে। চিকিৎসকরা বলছেন, এই কষ্টই বাকিদের কাছে শিক্ষা হয়ে উঠতে পারে। স্ট্রোক এমন সমস্যা, যার প্রতিষেধক খোঁজার থেকে প্রতিরোধ করা বেশি জরুরি। অর্থাৎ আগে থেকে সাবধান হওয়া। তার জন্য কী করতে হবে? চিকিৎসকদের পরামর্শ প্রথমেই নিয়ন্ত্রিত জীবনযাপনের অভ্যেস করুন। আর উপসর্গকে চিনতে শিখুন। গবেষণা বলছে, তীব্র মাথা যন্ত্রণাও স্ট্রোকের অ্যালার্ম হতে পারে।
মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে স্ট্রোকের মতো অসুখ হয়। যখন মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেন প্রবাহে বাধা সৃষ্টি হয়, তখনই স্ট্রোক হতে পারে। উচ্চ রক্তচাপ স্ট্রোকের প্রধান কারণ।
স্ট্রোকের দুটি প্রধান প্রকার রয়েছে
- ইস্কেমিক
- হেমারেজিক
ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। অন্যদিকে, রক্তনালী ফেটে যাওয়ার কারণে হেমোরেজিক স্ট্রোক হয়। হেমোরেজিক স্ট্রোকের তুলনায় ইস্কেমিক স্ট্রোক অনেক বেশি কমন ! উভয় ধরনের স্ট্রোকের ক্ষেত্রেই তীব্র মাথাব্যথা হতে পারে।
কোন কারণ ছাড়াই অসহ্য যন্ত্রণা? বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের উৎস ক্যারোটিড ধমনী থেকে শুরু হতে পারে । প্রিমিয়ার নিউরোলজি সেন্টার, ইউএস অনুসারে, ৬৫ শতাংশ পর্যন্ত রোগী স্ট্রোকের আগে তীব্র মাথাব্যথা অনুভব করতে পারে। blocked carotid artery মাথার সামনের দিকে অসহ্য যন্ত্রণা সৃষ্টি করতে পারে। আবার মস্তিষ্কের পিছন দিকে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হলেও মাথার পিছন দিকে অসহ্য যন্ত্রণা তৈরি হয়। তাই কোনও কারণ ছাড়া হঠাৎ যন্ত্রণা অনুভব করলেই সতর্ক হতে হবে। বিশ্ষজ্ঞরা বলছেন, স্ট্রোক কোথায় রক্তবাহিকায় বাধা সৃষ্টির কারণ হচ্ছে, তার উপর নির্ভর করে যন্ত্রণার জায়গাটি।