নিউ ইয়র্ক : কোভিড আক্রান্তদের ক্ষেত্রে ডায়াবেটিস ঝুঁকির কারণ। এই তত্ত্ব তো আমাদের জানাই ছিল। এবার গবেষকরা নতুন তথ্য় পেয়েছেন। যা উদ্বেগ আরও বাড়িয়ে দিতে পারে। কোভিড ১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা। রক্তে শর্করার অত্যধিক বৃদ্ধি বা হাইপারগ্লাইসেমিয়া লক্ষ্য করা যাচ্ছে। যা সংক্রমণের পরও মাসাধিক সময় ধরে থাকছে।
এই সংক্রান্ত গবেষণার জন্য বস্টন চিলড্রেন হাসপাতালের গবেষকরা ইটালিতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫৫১ জনের স্বাস্থ্য খতিয়ে দেখেন। এর মধ্যে অর্ধেক রোগী(৪৬ শতাংশ), যাঁদের ডায়াবেটিস ছিল না, তাঁদের মধ্যে হাইপারগ্লাইসেমিয়া দেখা গেছে। এই রোগীদের ফলো-আপ করে দেখা গেছে, অধিকাংশেরই সমস্যার সমাধান হয়ে গেছে। তবে, সংক্রমণের পরও ছয় মাস ধরে হাইপারগ্লাইসেমিয়া রয়ে গেছে ৩৫ শতাংশের। এমনটাই জানাচ্ছেন এই গবেষণাপত্রের মূল লেখক তথা হাসপাতালের নেফ্রোলজি ডিভিসনের পাওলো ফোরিনা।
শুধু তাই নয়, হাইপারগ্লাইসেমিয়ার রোগীদের শরীরে আরও নানা সমস্যা দেখা যাচ্ছে। যার ফলে দীর্ঘদীন হাসপাতালে ভর্তি থাকা, অক্সিজেনের প্রচুর চাহিদা, ভেন্টিলেশনের প্রয়োজন এবং ইন্টেনসিভ কেয়ারে চিকিৎসারও প্রয়োজন পড়ছে। এই সংক্রান্ত গবেষণা "নেচার মেটাবলিজম"-এ প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি গবেষকরা দেখেছেন, হাইপারগ্লাইসেমিয়ার রোগীদের হরমোন লেভেলে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। তাঁরা অতিরিক্ত ইনসুলিন উৎপাদন করছে বলে জানিয়েছেন ফোরিনা।
ফোরিনা জানাচ্ছেন, এই গবেষণাই প্রথম দেখাচ্ছে যে, প্যানক্রিয়াসের ওপর কোভিডের সরাসরি প্রভাব রয়েছে। এর অর্থ, ভাইরাসের পরবর্তী টার্গেট হতে চলেছে প্যানক্রিয়াস। তাই কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীদের প্যানক্রিয়াটিক ফাংশনের উপর নজরদারির গুরুত্ব রয়েছে।
প্রসঙ্গত, দেশে ফের সামান্য বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন। গতকালের তুলনায় কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩৫ জনের। একদিনে সুস্থ হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।