কেন্দ্রীয় সরকারের বেটি বচাও, বেটি পড়াওয়ের অঙ্গ হিসেবে এই সেভিংস প্রকল্পটি চালু হয় ২০১৫ সালে। যে কোনও মনোনীত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে অ্যাকাউন্টটি খুলতে পারেন কন্যাসন্তানের অভিভাবকরা।
২০১৯ সালের ১ জুলাই এই প্রকল্পটির বার্ষিক সুদের হার ছিল ৮.৪ শতাংশ। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি-খাতা ধারকরা ৭.১০ শতাংশ সুদ পান।
কারা এই অ্যাকাউন্ট খুলতে পারেন ?
কন্যাসন্তানের অভিভাবকরাই এই অ্যাকাউন্ট খুলতে পারেন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে। কন্যাসন্তান ১০ বছর বয়স হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট খোলা যায়।
এক কন্যাসন্তানের জন্য কেবলমাত্র একটিই অ্যাকাউন্ট খুলতে পারবেন অভিভাবকরা।
অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে ?
যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার জন্ম-শংসাপত্র। ফোটো।
ন্যূনতম কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় ?
কমপক্ষে ২৫০ টাকা দিয়ে খোলা যায় অ্যাকাউন্ট। তারপর ১০০ টাকার গুণিতক হিসেবে যে কোনও অঙ্কের টাকা জমা দেওয়া যায় অ্যাকাউন্টে। বছরে সর্বাধিক দেড় লাখ টাকা পর্যন্ত জমা দিতে পারবেন। কমপক্ষে ২৫০ টাকা জমা দিতেই হবে।
সুদের হার
বার্ষিক সুদের হার সরকার নিয়ন্ত্রিত। অর্থাৎ সময়ে সময়ে পরিবর্তন সাপেক্ষ সুদের হার।
কবে তোলা যাবে টাকা ?
অ্যাকাউন্ট যার নামে, তার বয়স ২১ বছর হলে পুরো টাকা তুলে নেওয়া যাবে। এছাড়াও মেয়ের বয়স ১৮ হলে পড়াশোনার খরচ চালানোর জন্য ৫০ শতাংশ পর্যন্ত টাকা তোলা যেতে পারে।
অ্যাকাউন্ট ভারতবর্ষের যে কোনও পোস্ট অফিস অথবা ব্যাঙ্কে ট্রান্সফার করা যেতে পারে। কোনও টাকা জমা না দিলে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। পরে ৫০ টাকা পেনাল্টি চার্জ দিয়ে আবার চালু করা যেতে পারে।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থাকলে ৮০সি-র অধীনে পাওয়া যায় করছাড়ের সুবিধা।