কলকাতা : কুকুরের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। কুকুরকে আপনি পোষ্য হিসেবেই দেখতে পারেন, সন্তান হিসেবে মনে করতে পারেন আবার বন্ধু হিসেবেও ধরতে পারেন। সে আপনার প্রতি সবথেকে বেশি অনুগত এবং ভরসাযোগ্য হয়ে থাকবে। ছোট থেকেই যদি আপনি কোনও সারমেয়কে যথাযোগ্য ট্রেনিং দেন, তাহলে সে আপনার কথা ছাড়া কিছুই করবে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ছোট বয়স থেকে সারমেয়দের ট্রেনিং দেওয়া খুবই সহজ। কিছু নিয়ম মেনে চলার পদ্ধতি তাদের বারবার শেখাতে হবে। বাড়িতে আসা মানুষদের সঙ্গে কীভাবে ব্য়বহার করতে হবে, তা শেখানো খুবই জরুরি। তাই আপনার ছোট্ট সারমেয় বন্ধুটিকে যে জিনিসগুলো শেখাতে একেবারেই ভুলবেন না।
১. একদম সহজ জিনিস দিয়ে শুরু করুন। হাতের উপর হাত রাখা। বা আপনি তার সামনে হাত রাখলে, সে যেন আপনার হাতের উপর হাত রাখে। আপনার সারমেয়টির সামনে উপহার হিসেবে একটি বিস্কুট বা যা সে খেতে ভালোবাসে এমন কিছু রাখুন। এবার তার সামনে হাত রাখুন চিৎ করে। যতক্ষণ না সে আপনার হাতের উপর হাত রাখছে, ততক্ষণ মুখে 'প' বা 'শেক' শব্দ দুটো বলুন। দেখবেন কয়েকবার বলার পরই সে আপনার হাতের উপর হাত রাখবে। এবার আপনি তাকে উপহার হিসেবে তার পছন্দের খাবারটি দিন। এভাবে বেশ কয়েকবার প্র্যাকটিস করলেই উপহার ছাড়াই সে কাজটি করতে থাকবে।
২. একইরকমভাবে আপনি আপনার সারমেয়টিকে হাই-ফাইভ শেখাতে পারেন। এক্ষেত্রে প্র্যাকটিস করানোর সময়ে মুখে 'হাই-ফাইভ' কথাটি উচ্চারণ করুন।
৩. এবার হাই বা বাই শেখাতে পারেন একই পদ্ধতিতে। ওকে সামনে বসান। হাই-ফাইভ করতে বলুন। হাই-ফাইভ করার সময়ে আপনি নিজের হাত সরিয়ে নিন। এবার দেখুন ওর হাত দেখে মনে হবে ও যেন কাউকে হাই বা বাই বলছে। তবে অবশ্যই এগুলো করার পরই আপনার পোষ্যটিকে ভালোবাসায় ভরিয়ে দিতে ভুলবেন না।
ব্যাস, এভাবেই নিজের ইচ্ছে মতো সৌজন্য শেখান সারমেয়কে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব শেখানোর সময়ে না করতে পারলে কখনওই ওদের হায়ে হাত তুলবেন না। বকাঝকাও করবেন না।