কলকাতা: পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই শুষ্ক চুল একটি বড় সমস্যা। শুকনো চুল থেকেই হয় খুশকি জাতীয় সমস্যাগুলি দেখা যায়। সেইসঙ্গে মাথায় চুলকানি ও অন্যান্য সমস্যাও হয়। খুশকির সমস্যা মেটাতে বাজারে অনেকরকম দামি শ্যাম্পু ও অন্যান্য প্রোডাক্ট পাওয়া যায়। তবে জানেন কী খুশকি থেকে মুক্তি পাওয়ার বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে। জেনে নিন সেইসব পদ্ধতি।
দই:
আগে অনেকেই খুশকি ও শুষ্ক চুলের সমস্যার সমাধান করার জন্য মাথায় দইয়ের প্যাক লাগাতেন। বিভিন্ন শ্যাম্পু ও অন্যান্য প্রোডাক্টে ব্যবহার করা হয় দই। মাথার স্ক্যাল্প থেকে খুশকি সরানোর সঙ্গে সঙ্গে চুলের গোড়া শক্ত করে দই। এটি কন্ডিশানিং-এর কাজ করে চুলকে নরম করে। রুক্ষ চুলে থাকা ব্যাকটেরিয়াকেও নির্মূল করতে পারে দই।
নিমপাতা:
তেতো এই গাছের পাতার রয়েছে অনেক গুণ। মাথায় ঘাম বা অন্যান্য সমস্যায় জমা ব্যাকটেরিয়াকে নির্মূল করতে পারে। চুলের গোড়ায় নিম পাতা বেটে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে। ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গে চুলকুনির মত সমস্যা থেকে মুক্তি দেয়।
অ্যাপেল সিডার ভিনিগার ও লেবুর রস:
চুলের জন্য অ্যাপেল সিডার ভিনিগারের উপকারীতার কথা কারোও অজানা নয়। তেলের সঙ্গে মিশিয়ে মাথায় কিছুক্ষণ মেখে রাখুন এই ভিনিগার। কিছুক্ষণ পর ভালো কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভালো করে চুল ধুয়ে নেওয়ার পর কিছুটা জলে পুরো একটি লেবুর রস চিপে মাথায় ঢেলে নিন জলটা। এতে চুল চকচকে হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
খুশকি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া এই টোটকাগুলি জানেন কি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Oct 2020 02:35 PM (IST)
পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই শুষ্ক চুল একটি বড় সমস্যা। শুকনো চুল থেকেই হয় খুশকি জাতীয় সমস্যাগুলি দেখা যায়। সেইসঙ্গে মাথায় চুলকানি ও অন্যান্য সমস্যাও হয়। খুশকির সমস্যা মেটাতে বাজারে অনেকরকম দামি শ্যাম্পু ও অন্যান্য প্রোডাক্ট পাওয়া যায়। তবে জানেন কী খুশকি থেকে মুক্তি পাওয়ার বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে। জেনে নিন সেইসব পদ্ধতি।
NEXT
PREV
লাইফস্টাইল (lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -