কী করে ঠেকানো যাবে করোনা-সংক্রমণ? তাই নিয়েই এখন চর্চা তুঙ্গে। বারবার সাবান দিয়ে হাত ধোয়া, অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এই ঘোষণার পর থেকেই বাজারে স্যানিটাইজার ও মাস্ক নিয়ে হাহাকার শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানতে চেয়েছেন, স্যানিটাইজারের বদলে কি ভদকা দিয়ে হাত ধুলে করোনা সংক্রমণ আটকানো যাবে?

এই প্রশ্নর উত্তর দিয়েছে সংশ্লিষ্ট ভদকা উৎপাদনকারী সংস্থা। তাদের মতে, ওই ভদকায় ৪০ শতাংশ অ্যালকোহল থাকে। কিন্তু  আমেরিকান সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর মতে করোনা রুখতে স্যানিটাইজারে অ্যালকোহলের মাত্রা ৬০ শংতাশ হওয়া জরুরি।
তাই বিশেষজ্ঞদের মত মেনে, স্যানিটাইজার কেনার সময় তাতে অ্যালকোহলের মাত্রা দেখে নেওয়া দরকার। সরাসরি অ্যালকোহল ব্যবহার করলেই যে জীবানু নাশ হবে, এমনটাও নয়!