কলকাতা: বেড়াতে যাওয়ার প্ল্যান করতেই বসলেই হয়েছে। খরচের ভয়ে এটা ওটা অনেক কিছু ক্যানসেল করতে হয়। কিন্তু খরচটা মূলত হয় কীসে ? যেকোনও জায়গায় ঘুরতে গেলেই প্রথমে দরকার থাকার জায়গা অর্থাৎ রাতে মাথা গোঁজার ঠাঁই। তার পর দরকার খাওয়া। এই দুটির পিছনেই আমাদের অধিকাংশ টাকা খসে যায়। তার পর থাকে এলাকা ভ্রমণ, বিভিন্ন জিনিস কেনাকাটা করা। 


যত দিন যাচ্ছে, থাকা খাওয়ার খরচা বাড়ছে। যে কোনও টুরিস্ট স্পট মানেই হোটেল আর রেঁস্তরাদের রমরমিয়ে ব্যবসা। তার উপর সিজন টাইম হলে তো কথাই নেই। সেই সময় তুঙ্গে উঠবে হোটেল ভাড়া। তবে এখনও ভারতের বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে ঘুরতে গেলে থাকা-খাওয়ার খরচ লাগে না। বরং এগুলি একেবারে বিনামূল্যে হয়ে যায়। তাই এসব জায়গায় ঘুরতে গেলে খরচ একেবারে হাফ! কোন কোন জায়গা সেগুলি ? জেনে নেওয়া যাক।



  • মণিকরণ সাহেব গুরুদ্বার - শীতকালীন পর্যটনকেন্দ্র হিসেবে হিমাচল প্রদেশ অনেক পর্যটকদের গন্তব্য। সেখানে ঘুরতে গেলে আপনার থাকার বন্দোবস্ত করে নিতে পারেন মণিকরণ সাহেব গুরুদ্বার-এ। এখানে বিনামূল্যে থাকা, খাওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি পার্কিংয়ের ব্যবস্থাও পাবেন।

  • চেইলের গুরুদ্বার সাহিব - হিমাচল প্রদেশেরই আরেকটি গুরুদ্বার রয়েছে রাজ্য সরকারের অধীনে। সেটি হল চেইলের গুরুদ্বার সাহিব। এখানেও পর্যটকদের জন্য বিনামূল্যে থাকা এবং খাওয়ার বন্দোবস্ত রয়েছে। 

  • মোকাম সিং জির গুরুদ্বার - গুজরাটের দ্বারকা মহাভারতের অন্যতম নায়ক কৃষ্ণের নামে বিখ্যাত। এখানে অনেকেই ঘুরতে যান। পরিকল্পনা করতে পারেন আপনিও। সেখানের গুরুদ্বার ভাই মোকাম সিং জির গুরুদ্বারে সম্পূর্ণ বিনামূল্যে থাকার বন্দোবস্ত রয়েছে। এমনকি দুইবেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থাও রয়েছে সেখানে।

  • গোবিন্দ ঘাট গুরুদ্বার - হিমাচল প্রদেশের মতোই বিখ্যাত পর্যটন কেন্দ্র উত্তরাখণ্ড। সেখানে অনেক পর্যটকই ফুলের উপত্যকায় ট্রেকিং করতে , একই সঙ্গে হেমকুন্ড সাহিব পরিদর্শনও করেন। তেমন পরিকল্পনা থাকলে বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পাওয়া যাবে গোবিন্দ ঘাট গুরুদ্বারে। অলকানন্দা নদীর তীরে এই গুরুদ্বার অবস্থিত । 

  • গীতা ভবন - পূণ্যতীর্থ হিসেবে ঋষিকেশের কথা নতুন করে বলার কিছু নেই। এখানেই গঙ্গা নদীর তীরে রয়েছে গীতা ভবনে। পর্যটক এবং তীর্থযাত্রীদের থাকার জন্য এই সুবিশাল ভবনে প্রায় এক হাজারটি ঘর রয়েছে। পুরোটাই বিনামূল্যে। তার সঙ্গে দুবেলা খাওয়ার আয়োজনও রয়েছে


আরও পড়ুন - Depression Remedies: অল্প ব্যায়ামই কি অবসাদ থেকে অনেকটা রেহাই দেয় ?